scorecardresearch
 

India VS England 5th Test: শেষ টেস্টে বাদ রাহুল, দলে ফিরলেন আরেক তারকা

ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় অনুষ্ঠিত হতে চলা পঞ্চম টেস্টেও খেলবেন না কেএল রাহুল। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে দল থেকে। তাঁকে সুস্থ করতে লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিসিসিআই বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, জসপ্রীত বুমরাকেও ডাকা হয়েছে এই শেষ টেস্টের জন্য। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় অনুষ্ঠিত হতে চলা পঞ্চম টেস্টেও খেলবেন না কেএল রাহুল। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে দল থেকে। তাঁকে সুস্থ করতে লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিসিসিআই বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, জসপ্রীত বুমরাকেও ডাকা হয়েছে এই শেষ টেস্টের জন্য। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর পরপর তিন টেস্ট জিতেছে ভারতীয় দল। ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর হয়ে খেলবেন। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে তামিলনাড়ু আরও শক্তিশালী হয়ে নামবে, বলার অপেক্ষা রাখে না। ২ মার্চ থেকে শুরু হবে যে সেমিফাইনাল। যদি প্রয়োজন হয়, তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শেষ হলে জাতীয় শিবিরে যোগ দেবেন ওয়াশিংটন। 

হায়দরাবাদে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলার পর আবার চোট পেয়ে যাওয়ায় বাদ পড়েছিলেন রাহুল। এরপর আর ফিরতে পারেননি। লন্ডনে চিকিৎসার পর তাঁকে ফেরান হতে পারে।

পঞ্চম টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও আকাশ দীপ।

Advertisement