ক্ষমা চাইলেন রোহিত শর্মা সরফরাজ খানের ডাকে সাড়া না দিয়ে ভুল করে ফেললেন রোহিত শর্মা। তা না হলে জ্যাক ক্রলির উইকেট আরও আগে পেতে পারত ভারতীয় দল। আরও আগে শেষ করে দেওয়া যেত ইংল্যান্ডের ইনিংস। যদিও ভুলের জন্য কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চেয়ে নেন ভারতীয় দলের ক্যাপ্টেন।
লাঞ্চের পরেই ঘটে এই ঘটনা। দ্বিতীয় বল খেলতেই পারেননি জ্যাক ক্রলি। গ্লাভস আর পায়ে লেগে বল যায় উইকেটকিপার জুরেলের কাছে। তিনি ধরতে পারেননি। তাঁর হাতে লেগে পড়ার আগেই শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজ খান ক্যাচ ধরে নেন। আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। রোহিত শর্মার কাছে ডিআরএস নেওয়ার জন্য কাতর আবেদন করেন সরফরাজ। তিনি পরিস্কার বলতে থাকেন, এটা আউট। তবে উইকেটকিপার ধ্রুব জুড়েল ঘাড় নাড়িয়ে ব্যাটে লাগেনি জানালে রোহিত রিভিউ নেননি। পরে যদিও রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছিল। সেই সময় হেঁসে ক্ষমা চেয়ে নেন রোহিত।
সরফরাজ়ের পর্যবেক্ষণের জন্য তাঁর প্রশংসাও করেন ভারত অধিনায়ক। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একটি নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হয় ভারত। তবে প্রথম দিনে ভাল জায়গাতেই রয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ৩ স্পিনারই ২১৮ রানে শেষ করে দিয়েছে ইংল্যান্ডের ইনিংস। পাঁচ উইকেট একাই তুলে নেন কুলদীপ যাদব। চার উইকেট নেন ১০০ টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিন। বাকি একটা উইকেট যায় রবীন্দ্র জাদেজার পকেটে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারতীয় দল।
প্রথম দিনের শেষদিকে একটা উইকেট হারালেও বেশ ভাল জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডের রান টপকে লিড নিয়ে নেয় ভারতীয় দল। যদিও প্রথম দিনে শোয়েব বসিরের বলে স্ট্যাম্প আউট হয়েছিলেন জয়সওয়াল। আক্রমাণত্মক ক্রিকেট খেলতে থাকা এই ওপেনার বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার আগে করেন ৫৮ বলে ৫৭ রান।