India VS England 4th Test Day 2: ৭ উইকেটে ২১৯ রান ভারতের, এখনও ১৩৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া

দ্বিতীয় দিনেও শুরুতে একটাও উইকেট হারায়নি ইংল্যান্ড। বড় রানের পথে তারা। দারুণ সেঞ্চুরি করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার জো রুট।

Advertisement
৭ উইকেটে ২১৯ রান ভারতের, এখনও ১৩৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়াশুভমন গিল ও জয়সওয়াল

বড় রানের পথে ইংল্যান্ড। প্রথম দিন ইংল্যান্ড শেষ করেছিল ৩০২ রানে। হাতে ছিল তিন উইকেট। প্রথম দিনেই ১০০ করে ফেলেছেন জো রুট। দ্বিতীয় দিনেও ভাল শুরু করেছে ইংরেজরা।

৫ উইকেট হারাল ভারত

১৬১ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল। আউট হলেন জয়সওয়াল। বড় সমস্যায় ভারতীয় দল।  

১৫০ পেরল ভারত

৪ উইকেট হারিয়ে ১৫০ পেরিয়ে গেল ভারতীয় দল। ৭৩ রান করে অপরাজিত জয়সওয়াল। 

চার উইকেট হারাল ভারতীয় দল

এবার আউট হলেন রবীন্দ্র জাদেজাও। ১২ রান করে ফিরলেন বাঁ হাতি ব্যাটার। চার উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। ১৩১ রানে ৪ উইকেট খোয়াল রোহিতরা।

আউট গিল

আউট হলেন গিল। ৮৬ রানে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৩৮ রান করে আউট গিল। 

শুরুতেই আউট রোহিত

অ্যান্ডারসনের বলে খোঁচা মেরে আউট টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত। ৩ রানেই প্রথম উইকেট খোয়াল ভারতীয় দল। 

পরপর তিন উইকেট জাদেজার

৩৫৩ রানে সব উইকেট হারাল ইংল্যান্ড। চার বল খেলে ০ রানে আউট জেমস অ্যান্ডারসন। পরপর তিন উইকেটই তুলে নিলেন জাদেজা। ১২২ রান করে নট আউট জো রুট। 

আবার উইকেট নিলেন জাদেজা

৯ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। এবার রজত পাতিদারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শোয়েব বসির। ৩৪৯ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড। 

আউট রবিনসন

দ্বিতীয় দিনে ভারতীয় দলকে প্রথম উইকেট এনে দিলেন রবীন্দ্র জাদেজা। দারুণ বল করে হাফ সেঞ্চুরি করা রবিনসনকে আউট করলেন তিনি। ৩৪৭ রানে আট উইকেট হারাল ইংল্যান্ড। ৫৮ রান করে ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। 

হাফ সেঞ্চুরি রবিনসনের

দারুণ ব্যাটিং করছেন রবিনসনও। আক্রমণের রাস্তা থেকে সরছে না ইংল্যান্ড। ৫৮ রান করে অপরাজিত তিনি। 

উইকেটের খোঁজে ভারতীয় দল

দ্রুত উইকেট তুলে নিতে হবে টিম ইন্ডিয়াকে। না হলে সমস্যায় পড়ে যাবে ভারত। বড় রান করে ফেলবে ইংল্যান্ড। সেই চাপ থেকে বেরিয়ে আসতে হলে দ্রুত উইকেট দরকার। 

Advertisement

POST A COMMENT
Advertisement