ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ শুরু হওয়ার আগে শাস্তির মুখে ভারতের বোলার মহম্মদ সিরাজ। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ফাস্ট বোলারকে। ২৪ মাসের মধ্যে এটাই দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ফলে সমস্যায় পড়তে হতে পারে তাঁকে।
কেন শাস্তি পেলেন ভারতের বোলার?
রবিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরু থেকে সিরাজকে আক্রমণ করার চেষ্টা করছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। তবে ষষ্ঠ ওভারে সিরাজের বল পুল করেছিলেন ডাকেট। মিড অনে দাঁড়িয়ে থাকা জসপ্রীত বুমরা ক্যাচ ধরে নেন। সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে ‘কাম অন, কাম অন’ বলে চিৎকার করতে থাকেন সিরাজ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটের উইকেট নেওয়ার পর, মহম্মদ সিরাজ ব্যাটার বেন ডাকেটের খুব কাছে চলে আসেন। তিনি ব্যাটারের দিকে তাকিয়ে থাকেন। সিরাজের সঙ্গে ডাকেটের ধাক্কাও লেগে যায়। আইসিসি-র দাবি, ভারতোয় বোলারের এই আচরণ খেলার স্পিরিটের বিরুদ্ধে ছিল। আর সেই কারণেই শাস্তি পেতে হল তাঁকে।
আউট হলে অশালীন ভাষা, কাজ বা অঙ্গভাঙ্গ ব্যবহার করে ব্যাটসম্যানকে উস্কানি দেওয়া এই ধারার আওতায় আসে। সিরাজের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা ছাড়াও, সিরাজ একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। ২ মাসের মধ্যে এটি সিরাজের দ্বিতীয় অপরাধ, যার ফলে তার ডিমেরিট পয়েন্টের সংখ্যা দুইয়ে দাঁড়িয়েছে।
সিরাজকে সাবধানে থাকতে হবে
মহম্মদ সিরাজকে মাঠে অতিরিক্ত আক্রমণাত্মক সেলিব্রেশন করতে দেখা যায়। তবে এবার সে সব থেকে একটু দূরে থাকতে হবে তাঁকে। ইতিমধ্যেই ২টো ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। যদি ২৪ মাসের মধ্যে আরও ২টো ডিমেরিট পয়েন্ট যোগ হয় তবে তাঁকে সাসপেন্ড করা হতে পারে। যে ভাবে তিনি মাঠে উত্তেজিত থাকছেন তাতে আম্পায়ারের নজরে পড়ার সম্ভাবনা অনেক বেশি। নিজের মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে ভারতীয় পেসারকে।