Adelaide oval weather updates: আজ দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের (India vs England) মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচ। তবে এই ম্যাচেও চিন্তার কারণ অ্যাডিলেডের খারাপ আবহাওয়া। পাকিস্তান ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। এই অবস্থায়, দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচের আগে বৃষ্টি সমস্যা তৈরি করতে পারে।
ম্যাচ না হলে কী হবে?
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের সময় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টায় এই ম্যাচ শুরু হওয়ার কথা। যদিও ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। তবুও বৃষ্টির জন্য ম্যাচ না হলে রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ শুক্রবার ফের খেলা হতে পারে।
আরও পড়ুন: PAK-NZ ম্যাচে কে ওই রহস্যময়ী? ফ্লাইং KISS-এ সবাই 'ফিদা', VIDEO
আবহাওয়া কেমন থাকবে?
টসের সময় তাপমাত্রা প্রায় ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস হবে, তবে খেলার শেষ দিকে তাপমাত্রা আরও নেমে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। ম্যাচ চলাকালীন, ১৩-১৯ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিম দিকে বাতাস বইতে পারে। সামগ্রিকভাবে, আবহাওয়া এই সেমিফাইনাল ম্যাচে ব্যাঘাত ঘটার সম্ভাবনা কম।
আরও পড়ুন: এবার চোট পেলেন বিরাট, সেমি ফাইনালে খেলতে পারবেন?
পরপর দুইদিন বৃষ্টি হলে কী হবে?
পরপর দুইদিন টানা বৃষ্টি হতে থাকলে, ভারত ফাইনালে চলে যাবে। দুই দলের অন্তত ১০ ওভার করে ম্যাচ হতেই হবে। তা না হলেই রোহিত শর্মার (Rohit Sharma) দল ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। কারণ, সুপার ১২-এর গ্রুপ পর্যায়ে ভারত শীর্ষে ছিল। সেখানে ইংল্যান্ড দ্বিতীয় হয়ে সেমি ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: ২০০৭-এর পুনরাবৃত্তি চান ভারতীয়রা, রোহিতদের ভয় পাচ্ছেন পাক সমর্থকরা?
২০১৯ সালে রিজার্ভ ডেতে হেরে গিয়েছিল ভারত
রিজার্ভ ডে ভারতের জন্য সুখের নয়। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে, যখন নিউজিল্যান্ড দল ব্যাট করছে, তখন ইনিংসের ৪৭ তম ওভারে বৃষ্টি হয়। সেই বৃষ্টির জন্য ম্যাচ নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। রিজার্ভ ডেতে নিউজিল্যান্ড বাকি তিন ওভারে ২৩৯ রান করে ফেলে। জবাবে মাত্র ২২১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৮ রানে ম্যাচ হারে ভারত। এটাই মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।