scorecardresearch
 

India VS England Joe Root Century: ভাঙা আঙুলেই সেঞ্চুরি হাঁকালেন রুট, ৩০০ পার ইংল্যান্ডের

আঙুল ভাঙা অবস্থাতেই সেঞ্চুরি করে ফেললেন জো রুট (Joe Root)। ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ভারতের (India) বিরুদ্ধে এই সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন। এর আগে বিশাখাপত্তনম টেস্টে ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচেই আঙুলে চোট পান তিনি। সেই অবস্থাতেই দলের স্বার্থ আগলাতে মাঠে নেমে পড়েন রুট। তৃতীয় টেস্টে ভাল খেলতে না পারলেও, চতুর্থ টেস্টে রাঁচিতে জ্বলে উঠলেন তিনি। একটা সময় মাত্র ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান সাত উইকেট হারিয়ে ৩০২।

Advertisement
সেঞ্চুরি জো রুটের সেঞ্চুরি জো রুটের
হাইলাইটস
  • দারুণ সেঞ্চুরি রুটের
  • ৩০০ রান করে ফেলল ইংল্যান্ড

আঙুল ভাঙা অবস্থাতেই সেঞ্চুরি করে ফেললেন জো রুট (Joe Root)। ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ভারতের (India) বিরুদ্ধে এই সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন। এর আগে বিশাখাপত্তনম টেস্টে ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচেই আঙুলে চোট পান তিনি। সেই অবস্থাতেই দলের স্বার্থ আগলাতে মাঠে নেমে পড়েন রুট। তৃতীয় টেস্টে ভাল খেলতে না পারলেও, চতুর্থ টেস্টে রাঁচিতে জ্বলে উঠলেন তিনি। একটা সময় মাত্র ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান সাত উইকেট হারিয়ে ৩০২।

ইংল্যান্ড দল পরপর তিন উইকেট হারিয়ে ফেলার পর জনি বেয়ারস্টো (Jonny Bairstow) বাজবল ক্রিকেট খেলতে থাকে। এরপর ৩৮ রান করে বেয়ারস্টো আউট হওয়ার পর পরিস্থিতি বুঝে রুট নিজেকে সামলে নেন। ধৈর্য ধরে নিজের ইনিংস গড়তে থাকেন প্রাক্তন ক্যাপ্টেন। ফলস্বরূপ প্রথম দিনের শেষে ২২৬ বল খেলে ১০৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ক্যপ্টেন বেন স্টোকস ড্রেসিংরুম থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। রুট সেই সময়ই তাঁর ভাঙা কড়ে আঙুল দেখাতে থাকেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

তবে এই ইনিংসের সবচেয়ে বড় ব্যাপার হল, রুটকে খেলতে হচ্ছে টম হার্টলে, অলি রবিনসনদের সঙ্গে নিয়ে। বেন ফোকস তাঁর সঙ্গে বেশ ভাল জুটি গড়ে তোলেন। ২৬১ বলে ১১৩ রানের জুটি গড়ে তোলেন দুই ব্যাটার। তবে ৪৭ রান করে বেন ফোকস আউট হয়ে যাওয়ার পর লড়াইটা আরও কঠিন হয়ে যায়। তবে সেই লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ হন রুট। অভিজ্ঞ ব্যাটার একের পর এক শটে ভারতীয় বোলারদের বিদ্ধ করতে থাকেন।

আরও পড়ুন

উইকেটে দাঁড়িয়ে গিয়ে শট মারতে থাকেন তিনি। দিনের শুরুতে আকাশ দীপ দারুণ শুরু করলেও, রুট রুখে দাঁড়ানোয় অল আউট হয়নি ইংল্যান্ড। না হলে অনেক আগেই বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারত ইংল্যান্ডকে।       

Advertisement

   

Advertisement