scorecardresearch
 

India vs England: কলকাতার ক্রিকেট ফ্যানদের জন্য সুখবর, ইডেনে হতে চলেছে India vs England ম্যাচ; কবে?

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) পরও ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের (Team India)। তবে কলকাতার ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। কলকাতায় নতুন বছরের জানুয়ারিতেই কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত (England vs India)। এটা হতে চলেছে  টি টোয়েন্টি ম্যাচ। মোট পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল (England Cricket Team)। 

Advertisement
ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) পরও ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের (Team India)। তবে কলকাতার ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। কলকাতায় নতুন বছরের জানুয়ারিতেই কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত (England vs India)। এটা হতে চলেছে  টি টোয়েন্টি ম্যাচ। মোট পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল (England Cricket Team)। 

জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছে ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বৃহস্পতিবার বিকেলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করেছে। তাতে দেখা যাচ্ছে, ২২জানুয়ারি চেন্নাইতে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হবে। দ্বিতীয় ম্যাচ হবে কলকাতায় (Eden Gardens)। ২৫ জানুয়ারি। রাজকোটে ২৮ জানুয়ারি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি দুটি ম্যাচ হবে যথাক্রমে পুণে ও মুম্বইতে। 

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে ছয় ফেব্রুয়ারি থেকে। সেই সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ নয় ফেব্রুয়ারি হবে কটকে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে আমেদাবাদে। ১২ ফেব্রুয়ারি সফরের শেষ ম্যাচ হবে। 

ফের ইডেনে আর্ন্তজাতিক ম্যাচ। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া সিএবিতে (CAB)। এর আগে ২০২২-এ ওয়ান ডে বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ইডেন। তারপর আবারও আর্ন্তজাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। তবে ২৬ জানুয়ারি প্রজতন্ত্র দিবস। তার আগে ম্যাচের আয়োজনে কোন বাধা পড়তে পারে কিনা তা খতিয়ে দেখতে চাইছে সিএবি। প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন আর্ন্তজাতিক ম্যাচের আয়োজনের দায়িত্ব সবসময় খুশির। বিশ্বকাপের পরে ফের ম্যাচ আমরা আয়োজনের জন্য তৈরি রয়েছি।  শুধু জানুয়ারি নয় ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচও  ইডেনে হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

Advertisement

Advertisement