প্রথম টেস্ট হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজেই দলে নেই বিরাট কোহলি। ফিটনেস সমস্যায় দলে নেই কেএল রাহুলও। রাজকোটে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ।
শেষ প্রথম দিনের ম্যাচ
সেঞ্চুরি জাদেজার, প্রথম দিনের শেষে ৩২৬ রানে ৫ উইকেট ভারতের।
জাদেজার সেঞ্চুরি
দারুণ ব্যাটিং জাদেজার। সেঞ্চুরি করে নট আউট তিনি। বড় রানের পথে ভারতীয় দল।
রান আউট হলেন সরফরাজ
৬২ রান করে রান আউট হলেন সরফরাজ, ৩১৪ রানে ৫ উইকেট হারাল ভারত। ৯৯ রানে ব্যাট করলেন জাদেজা।
৫০ সরফরাজের
দারুণ ব্যাটিং সরফরাজের। ৫২ বলেই ৫০ রান ভারতের এই ব্যাটারের।
আউট হয়ে গেলেন ক্যাপ্টেন
১৩১ রান করে আউট রোহিত, ২৩৭ রানে ৪ উইকেট হারাল ভারত।
সেঞ্চুরি রোহিতের
রোহিত শর্মা ১০০ রান করে ফেললেন। ১৫০-র উপর পার্টনারশিপ করে ফেললেন রোহিত ও জাদেজা।
হাফ সেঞ্চুরি করে ফেললেন জাদেজা
প্রথমিক ধাক্কা সামলে নিয়ে বড় রানের পথে টিম ইন্ডিয়া। ৫০ রবীন্দ্র জাদেজার। ভারতের রান ৩ উইকেটে ১৪৯।
১০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া
৩ উইকেটে ১০০ পেরল ভারতীয় দল। উইকেটে জমে যাওয়ার চেষ্টায় ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটার। রোহিত শর্মা ৫০ করে ফেলেছেন। লড়াই চালাচ্ছেন রবীন্দ্র জাদেজাও।
লাঞ্চের আগে কিছুটা ধাক্কা সামলে নিল টিম ইন্ডিয়া
লাঞ্চের আগে আর উইকেট হারায়নি ভারতীয় দল। ৩ উইকেট হারিয়ে ৯৩ রান টিম ইন্ডিয়ার। উইকেটে টিকে রয়েছে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা।
হাফসেঞ্চুরি ক্যাপ্টেনের
৫০ করে ফেললেন রোহিত শর্মা। উল্টোদিকে উইকেট হারালেও একদিকে টিকে রয়েছেন তিনি।
আবারও উইকেট হারাল ভারত
এবার আউট হলেন রজতও। এসেই উইকেট তুলে নিলেন টম হার্টলি।
২ উইকেট খোয়াল ভারত
- ২৪ রানে ২ উইকেট হারাল ভারত, এবার আউট শুভমন গিলও।
- উইকেট হারাল ভারত
মার্ক উডের বলে স্লিপে থাকা রুটের হাতে ক্যাচাল দিয়ে আউট হলেন জয়সওয়াল।
Mark Wood doing what Mark Wood ‼️
— CRICGLOBE (@thecricglobe) February 15, 2024
Wood Gets wicket of dangerman Yashasvi Jaiswal.#INDvsENG pic.twitter.com/K2PAlbxUtm
- ইংল্যান্ড দল: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, 9 টম হার্টলি, মার্ক উড, জেমস এন্ডারসন
-টিম ইন্ডিয়া: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ*।
- টসে জিতল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাট নিলেন রোহিত শর্মা।
- দুই ক্রিকেটারের অভিষেক
সুযোগ পেলেন ধ্রুব জুড়েল ও সরফরাজ খান।