ভারতের মাটিতে ফের ব্যর্থ বাজবল তত্ত্ব। বাজবলের অর্থ টি২০ স্টাইলে ক্রিকেট। টেস্টেও এই পদ্ধতিতেই ক্রিকেট খেলছে ইংল্যান্ড। কিন্তু রাজকোটে সেই স্টাইলে ক্রিকেট খেলতে গিয়েই ডুবতে হল বেন স্টোকসদের। পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড দারুণভাবে রাজ করেছে বাজবল স্টাইল। তবে ভারতে পরপর দুই ম্যাচেই মুখ পুড়ল ইংল্যান্ডের।
দুই কিংবদন্তি ক্রিকেটার জো রুট এবং জনি বেয়ারস্টোও ব্যর্থ হয়েছেন। একবার নয়, বারবার। দুই খেলোয়াড়ই ভারতের মাটিতে কঠিন লড়াইয়ের সামনে পড়েছেন। এখনও পর্যন্ত জনি ৫ ইনিংসে মাত্র ৭৪ রান করেছেন। এই সময়ে তাঁর গড় ছিল ২০-র কম। তাঁর স্ট্রাইক রেট ৬০.৮৬। এই টেস্ট সিরিজে তাঁর সর্বোচ্চ স্কোরও মাত্র ৩৭ রান। জনি বেয়ারস্টো এখন পর্যন্ত ৭৪টি আন্তর্জাতিক টেস্টে ৫৯০২ রান করেছেন। তাঁর গড় ৩৬.৬৫।
ইংল্যান্ডের আরও এক দুর্দান্ত ব্যাটসম্যান জো রুট এই টেস্ট সিরিজে দারুণ খেলেছেন। কিন্তু তাঁর ব্যাট এবারে একেবারেই কাজে আসেনি। ৫ ইনিংসে রুট করেছেন মাত্র ৭০ রান। তাঁর গড় মাত্র ১৪ এবং সর্বোচ্চ স্কোর ২৯। এই সিরিজে রুটের স্ট্রাইক রেটও ৫৯.৮২। এই সফরে এখন পর্যন্ত বোলার হিসেবে ৭ উইকেট (তৃতীয় দিন পর্যন্ত) নিয়েছেন রুট। তার মানে সামগ্রিকভাবে তাদের অবস্থা উদ্বেগজনক। যাইহোক, এখনও পর্যন্ত তিনি মোট ১৩৮টি টেস্ট ম্যাচে করেছেন ১১৪৮৬ রান। তাঁর গড় ৪৯.৫০।
৩টি টেস্ট ম্যাচের ৫ ইনিংসে স্টোকস করেছেন ১৭৫ রান। এই সিরিজে তাঁর গড় ৩৫। ফলে বোঝাই যাচ্ছে, বাজবল স্টাইল ভারতে একেবারেই কাজ করছে না। তবে অন্য ক্ষেত্রে ইংল্যান্ডের ব্যাটাররা এই স্টাইলে খেলে উপকৃত হয়েছেন। বেন ডাকেট এই সিরিজে এখন পর্যন্ত প্রায় ১০০ (৯৯.৩) স্ট্রাইক রেটে রান করেছেন। সিরিজের ৩ ম্যাচের ৫ ইনিংসে ডাকেট করেছেন ২৮৪ রান। তাঁর গড় ৫৬.৮। পাশাপাশি অলি পোপ ৫ ইনিংসে করেছেন ২৮২ রান। গড় ৫৬। স্ট্রাইক রেট ৬৭-এর বেশি।