scorecardresearch
 

India vs New Zealand 1st Test Day 2 Update: ৩ উইকেটে ১৮০ রান নিউজিল্যান্ডের, দ্বিতীয় দিনে বিরাট চাপে টিম ইন্ডিয়া

India vs New Zealand: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যায়। আজ (১৭ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিন। এই ম্যাচ সম্পর্কিত আপডেটের জন্য এই পৃষ্ঠাটি রিফ্রেশ করতে থাকুন।

Advertisement
টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই) টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)

India vs New Zealand: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যায়। আজ (১৭ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচ শুরু হতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। 

৪৬ রানে অল আউট ভারত

সব উইকেট হারাল ভারত। এটাই ঘরের মাঠে সবচেয়ে কম রান ভারতের। এর আগে ভারতের সর্বনিম্ন রান ছিল ৭৫।

৪০ রানে ৯ উইকেট হারাল ভারত

আউট হলেন বুমরাও। বড় শট খেলতে গিয়ে হারালেন নিজের উইকেট। 

এবার আউট পন্তও

আট উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। একাই চার উইকেট তুলে নিয়েছেন ম্যাট হেনরি। ৩৯ রানে আট উইকেট খুইয়ে ধুঁকছে ভারতীয় দল।  

সাত উইকেট হারাল ভারত

লাঞ্চের পর প্রথম বলেই আউট অশ্বিন। ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। হ্যাটট্রিকের সামনে ম্যাট হেনরি।  

পরপর উইকেট হারাল ভারত

আরও দুই উইকেট দ্রুত হারাল ভারতীয় দল। ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। আউট হলেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। দুই জনই কোনও রান না করেই ফিরে গিয়েছেন সাজঘরে। 

আউট জয়সওয়াল

আউট হলেন জয়সওয়াল। ভাল ছন্দে থাকলেও খারাপ শট খেলে আউট হলেন এই ওপেনার। ৬৩ বলে ১৩ রান করে আউট তিনি। 

ফের বৃষ্টি বেঙ্গালুরুতে

বৃষ্টির জেরে ম্যাচ ফের বন্ধ হল ম্যাচ। 

২০ রানের মধ্যেই তিন উইকেট হারাল ভারত

৩ উইকেট খুব দ্রুত হারাল ভারতীয় দল। প্রথমে রোহিত শর্মা, তারপর বিরাট কোহলি ও সরফরাজ খানের উইকেটও হারায় টিম ইন্ডিয়া। প্রাথমিক চাপের প্রভাব রোহিত আউট হন। টিম সাউদির ইনকামিং বলে মাত্র ২ রানে ক্লিন বোল্ড হন ভারত অধিনায়ক। এরপর বিরাট কোহলি (০) ও সরফরাজ খানও আউট হন (০)। এক সময় ভারতের স্কোর ছিল ৯-০, কিন্তু ১০ রানের মধ্যেই তিনটি উইকেট পড়ে গিয়েছিল।

Advertisement

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। রোহিতদের এই সিদ্ধান্ত নিয়ে সকলেই অবাক। কারণ, প্রথম দিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় দিনের শুরুতেও মেঘ ছিল আকাশে। ফলে এই অবস্থায় নিউজিল্যান্ডের পেসাররা যে বাড়তি সুবিধা পাবেন তা আর বোলার অপেক্ষা রাখে না। তবুও কেন এমন সিদ্ধান্ত তা নিয়েই অবাক প্রায় সকলেই। 

গিলের জায়গায় সরফরাজ

প্রথম টেস্টের আগে পিঠের ব্যথায় আক্রান্ত হন গিল। তাঁর জায়গায় দলে এসেছেন সরফরাজ। ইংল্যান্ড সিরিজের পর ফের তাঁকে দলে নেওয়া হয়েছে। দলীপ ট্রফিতেও দারুণ ব্যাট করেছিলেন তিনি। 

Advertisement