scorecardresearch
 

India vs New Zealand 2nd ODI Live Streaming: শনিবার দ্বিতীয় ODI-তে নামছে ভারত-নিউজিল্যান্ড, কখন-কীভাবে দেখবেন ম্যাচ ?

শনিবার রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। প্রথম ম্যাচে দারুণ লড়াই হয়েছে। যদিও শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়াই। ১২ রানে কিউইদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। দ্বিতীয় একদিনের ম্যাচে জিততে পারলেই এই সিরিজও পকেটে পুরে ফেলবে ভারতীয় দল (India vs New Zealand)। তবে নজর থাকবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) দিকে। শুভমন গিল (Subhman Gill) আগের ম্যাচে দ্বিশতরান করেছেন তাই তাঁর দিকেও নজর থাকবে। তিনি ফের বড় রান করতে পারলে সুবিধা হবে ভারতের।

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

শনিবার রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। প্রথম ম্যাচে দারুণ লড়াই হয়েছে। যদিও শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়াই। ১২ রানে কিউইদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। দ্বিতীয় একদিনের ম্যাচে জিততে পারলেই এই সিরিজও পকেটে পুরে ফেলবে ভারতীয় দল (India vs New Zealand)। তবে নজর থাকবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) দিকে। শুভমন গিল (Subhman Gill) আগের ম্যাচে দ্বিশতরান করেছেন তাই তাঁর দিকেও নজর থাকবে। তিনি ফের বড় রান করতে পারলে সুবিধা হবে ভারতের।

রোহিতের ব্যাটে দীর্ঘদিন সেঞ্চুরি নেই। বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেললেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। তাই এই ম্যাচে ফের ফর্মে ফেরার জন্য মুখিয়ে থাকবেন। টিম ইন্ডিয়ার চিন্তা যদিও বোলিং নিয়ে। ষষ্ঠ বোলার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রথম ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। প্রচুর রান খেতে হয়েছে তাঁকে। তবে এবার সেই ভুল শুধরে নিতে চাইবেন তিনি। 

কখন শুরু ম্যাচ
ভারত বনাম নিউজিল্যান্ডের(India vs New Zealand 2nd ODI Live Streaming) দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে শনিবার দুপুর দেড়টার সময়। ১টায় টস। এই ম্যাচে জিততে পারলেই ভারত এই সিরিজও জিতে যাবে। বিশ্বকাপের আগে এই সিরিজ জয় ভারতীয় দলের ক্রিকেটারদের আরও আত্মবিশ্বাস যোগাবে।   

কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে। টিভিতে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ২ চ্যানেলে এই ম্যাচ দেখা যাবে। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখতে হলে হটস্টারে দেখা যাবে। তবে তা বিনামূল্যে নয়, সাবস্ক্রিপশন নিতে হবে। যদিও ডিডি স্পোর্টসে বিনামূল্যে দেখা যাবে এই ম্যাচ।

Advertisement

 

Advertisement