India vs New Zealand 2nd Test: দ্বিতীয় টেস্টে স্পিনারদের পিচ চাইছেন রোহিত-গম্ভীর, দলে ফিরবেন ওয়াশিংটন?

রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে, ভারতীয় দল (Team India) বর্তমানে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু অনুষ্ঠিত হলেও সেখানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াক। এরপর দ্বিতীয় ম্যাচটি ২৪ অক্টোবর থেকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত পিচ পরিদর্শনে যান। বেঙ্গালুরু ম্যাচের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর, রোহিত জানিয়েছিলেন তাঁরা পিচের চরিত্র বুঝতে পারেননি। সেই কারণেই পুনে টেস্টের আগে পিচ পরীক্ষায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

Advertisement
দ্বিতীয় টেস্টে স্পিনারদের পিচ চাইছেন রোহিত-গম্ভীর, দলে ফিরবেন ওয়াশিংটন?gautam gambhir and rohit sharma

রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে, ভারতীয় দল (Team India) বর্তমানে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু অনুষ্ঠিত হলেও সেখানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াক। এরপর দ্বিতীয় ম্যাচটি ২৪ অক্টোবর থেকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত পিচ পরিদর্শনে যান। বেঙ্গালুরু ম্যাচের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর, রোহিত জানিয়েছিলেন তাঁরা পিচের চরিত্র বুঝতে পারেননি। সেই কারণেই পুনে টেস্টের আগে পিচ পরীক্ষায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

পুনেতে স্পিন-বান্ধব পিচ তৈরি করা হচ্ছে
পুনে টেস্টের আগে পিচ পরিদর্শন করতে কোচ গম্ভীরের সঙ্গে এসেছিলেন অধিনায়ক রোহিত। সেই ছবিও ভাইরাল হচ্ছে। আসলে, ভারতীয় দল মঙ্গলবার (২২ অক্টোবর) পুনে স্টেডিয়ামে অনুশীলন করে। এই সময় রোহিত এবং গম্ভীরের সঙ্গে অন্যান্য কর্মীরাও পিচের ব্যাপারে কথা বলেন। রিপোর্ট অনুসারে, ভারতীয় দল পুনেতে স্পিনারদের জন্য সহায়ক পিচ চেয়েছে। প্রথম টেস্টের ঠিক পরে, বিসিসিআই স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও দলে নিয়েছে। ফলে ভারতীয় দল তিন স্পিনার সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মাঠে নামতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।

দুটি বড় রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে ভারতীয় দল 
বর্তমান সিরিজের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। তবে দলটি দ্বিতীয় ইনিংসে দল দারুণ প্রত্যাবর্তন করে এবং ৪৬২ রান করে। কিন্তু তা ম্যাচ বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে কিউই দল। টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ভারতে কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড দল। এমন পরিস্থিতিতে এই ঐতিহাসিক রেকর্ড বজায় রাখতে চাইবে ভারতীয় দল। অন্যদিকে, ভারতীয় দল ১২ বছর ধরে ঘরের মাঠে কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ হারেনি। রোহিত ব্রিগেডও এই রেকর্ড বজায় রাখার চেষ্টা করবে। 

Advertisement

টেস্ট সিরিজের জন্য ভারত-নিউজিল্যান্ড স্কোয়াড:

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর 

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (শুধুমাত্র ১ম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেন্ডন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও'রকে, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি (কেবলমাত্র ২য় এবং ৩য় টেস্ট), টিম সাউদি, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।


 

POST A COMMENT
Advertisement