India vs New Zealand 2nd Test Day 2: ৫ উইকেট হারিয়ে ৩০১ রানের লিড নিউজিল্যান্ডের, চাপে ভারত

নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারতীয় দল ৬০ রানেই ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার লক্ষ্য দ্রুত রান তুলে নেওয়া। আর নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ানো। তবে তা করতে হলে বড় পার্টনারশিপ গড়তে হবে ভারতীয় দলকে।

Advertisement
৫ উইকেট হারিয়ে ৩০১ রানের লিড নিউজিল্যান্ডের, চাপে ভারত ওয়াশিংটন সুন্দর

নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারতীয় দল ৭০ রানেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছে। টিম ইন্ডিয়ার লক্ষ্য দ্রুত রান তুলে নেওয়া। আর নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ানো। তবে তা করতে হলে বড় পার্টনারশিপ গড়তে হবে ভারতীয় দলকে।

দারুণ ব্যাটিং নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করল। এগিয়ে থেকে শুরু করায় অনেকটাই সুবিধাজনক জায়গায় কিউয়িরা। বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে তারা।  

বোল্ড আকাশদীপ

আউট হলেন আকাসদীপও। ১৪২ রানে নয় উইকেট হারাল ভারত। ১১৭ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। 

আট উইকেট হারাল ভারত

এবার লেগ বিফোর হলেন রবীন্দ্র জাদেজাও। আট উইকেট খুইয়ে ফের বিরাট সমস্যায় ভারতীয় দল। প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় টেস্টেও বিরাট সমস্যায় রোহিত শর্মারা।  

সাত উইকেট হারাল ভারতীয় দল

এবার আউট অশ্বিনও। সাত উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। এখনও টিম ইন্ডিয়া পিছিয়ে র‍য়েছে ১৫৬ রানে। এখান থেকে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা ভারতীয় দলকে বের করতে পারেন কিনা সেটাই দেখার। 

ষষ্ঠ উইকেট হারাল ভারত

ব্যাটিং বিপর্যয়ের সামনে ভারতীয় দল। এবার আউট সরফরাজ। ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারতীয় দল। 

পাঁচ উইকেট হারাল ভারত

এবার বোল্ড হলেন পান্ত। ১৮ রান করে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন ভারতের উইকেটকিপার ব্যাটার। 

পরপর উইকেট হারাচ্ছে ভারত

চার উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। তাও মাত্র ৭০ রানে। নিউজিল্যান্ড স্পিনারদের সামনে অসহায় লাগছে ভারতের ব্যাটং লাইনআপকে। 

এই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৯ রান করে। ভারতের হয়ে সাত উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। জবাবে, প্রথম দিনে (২৪ অক্টোবর) স্টাম্প পর্যন্ত ভারত এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে। 

তিন ক্রিকেটার বদল করেছে ভারত

ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও কুলদীপ যাদব। এই তিনজনের জায়গায় ভারতীয় দলে ফিরেছেন আকাশ দীপ, শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর। ম্যাট হেনরির জায়গায় মিচেল স্যান্টনারকে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়। বেঙ্গালুরু টেস্টে হেনরি ৮ উইকেট নিয়েছিলেন।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement