India vs New Zealand 2nd Test: পুনে টেটে খেলতে পারবেন পান্ত? টিম ইন্ডিয়ার সহকারি কোচ বললেন...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন হাঁটুতে চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্ত। ব্যাট করলেও উইকেটের পেছনে দেখা যায়নি তাঁকে। যা নিয়ে বিস্তর জল্পনা চলছে। দ্বিতীয় টেস্টে কী খেলবেন পান্ত? নাকি ধ্রুভ জুরেলকেই কিপিং করাবেন রোহিত শর্মারা? ম্যাচের আগে এ প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় দলের অ্যাসিস্টেন্ট কোচ রায়ান টেন ডাস্কেটে। পান্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন তিনি। 

Advertisement
পুনে টেটে খেলতে পারবেন পান্ত? টিম ইন্ডিয়ার সহকারি কোচ বললেন...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন হাঁটুতে চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্ত। ব্যাট করলেও উইকেটের পেছনে দেখা যায়নি তাঁকে। যা নিয়ে বিস্তর জল্পনা চলছে। দ্বিতীয় টেস্টে কী খেলবেন পান্ত? নাকি ধ্রুভ জুরেলকেই কিপিং করাবেন রোহিত শর্মারা? ম্যাচের আগে এ প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় দলের অ্যাসিস্টেন্ট কোচ রায়ান টেন ডাস্কেটে। পান্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন তিনি। 

বিরাট দুর্ঘটনার কবলে পড়েছিলেন পান্ত। সেই সময় ঠিক যেখানে তাঁর সবচেয়ে বেশি চোট লেগেছিল, প্রথম টেস্ট চলাকালীন সেখানেই চোট পেয়েছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। তবে তিনি দ্বিতীয় টেস্ট খেলার জন্য তৈরি বলেও জানিয়েছিলেন ডাস্কেটে। বলেন, 'পান্ত সুস্থ হয়ে উঠছে।' রোহিত শর্মারও হাল্কা চোট রয়েছে বলেও জানিয়েছেন সহকারি কোচ। তবে তিনি খেলতে পারবেন বলে মনে করেন তিনি। বলেন, 'রোহিতের হাঁটুতে একটু সমস্যা ছিল। তবে ও খেলতেও পারবে দ্বিতীয় টেস্টে।' 

কীভাবে হাঁটুতে চোট পান পান্ত?
বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে কিপিং করার সময় হাঁটুতে চোট পান ঋষভ পান্ত। জাদেজার বল তাঁর প্যাডের ফাঁক দিয়ে সরাসরি আঘাত করে সেই হাঁটুতেই, যেখানে গাড়ি দুর্ঘটনার পরে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। পান্ত তৎক্ষণাৎ সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তাঁর বদলে উইকেটকিপিং করতে নামেন ধ্রুব জুরেল। যদিও পান্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে শেষ ইনিংসে কিপিং করতে নামেননি ঋষভ। তাঁর বদলে ফের পরিবর্ত উইকেটকিপার হিসেবে দেখা যায় জুরেলকে।

খেলতে পারবেন গিল?
চোট পাওয়া শুভমন গিলের পরিবর্তে বেঙ্গালুরু টেস্টের প্রথম একাদশে ঢুকেই সেঞ্চুরি করেছেন সরফরাজ খান। গিল এখন ফিট। তবে পুণের দ্বিতীয় টেস্টে সরফরাজকে বসানো সম্ভব নয়। তাই ফর্মে থাকা শুভমনকে কার জায়গায় মাঠে ফেরানো হবে, সেটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার। একাধিক ক্রিকেটারের ফর্মে থাকা টিম ম্যানেজমেন্টের কাছে ইতিবাচক দিক।

Advertisement

          

POST A COMMENT
Advertisement