team india and gautam gambhirঘরের মাঠে ১২ বছর পর নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের মুখে পড়েছে ভারতীয় দল (Team India)। ওয়াংখেড়েতে ৩ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার আশাও শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)। তাই সেই টেস্টের আগে দুই দিনের ট্রেনিং সেশনে আসতেই হবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), যশপ্রীত বুমরার মতো সিনিয়রদেরও এমনটাই নির্দেশ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
কী নির্দেশ দিলেন গম্ভীর?
তৃতীয় অর্থাৎ শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ১ নভেম্বর থেকে। তাই চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ দু'দিনের প্র্যাকটিশ সেশন রাখা রয়েছে। ওই দু'দিনের প্র্যাকটিশ সেশনে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
পরপর হারের ফলে চাপে টিম ইন্ডিয়া
বেঙ্গালুরুতে হারের পরে পুনেতেও মুখ থুবড়ে পড়েছে ভারত। নিউজিল্যান্ড সিরিজের পরে টিম ইন্ডিয়া বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে গিয়েও সিরিজ জিততে হবে রোহিত শর্মাদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে আর ক্রিকেটারদের ছাড় চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণে প্রতিটি প্র্যাকটিশ সেশনেই সব ক্রিকেটারদের উপস্থিতি চাইছে তারা।প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ঐতিহাসিক সিরিজ হার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে বড় ধাক্কা। বেঙ্গালুরুর পর পুনের হার রোহিতদের ফাইনালের ভাগ্য নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে ছিল টিম ইন্ডিয়া। এমনকী পুনে টেস্টের আগে ৬৮.০৬ পয়েন্ট নিয়ে রোহিতরা শীর্ষস্থানে ছিলেন। কিউয়িদের কাছে জোড়া হারে পয়েন্ট কাটা গিয়েছে। বর্তমানে ভারতের পয়েন্ট ৬২.৮২।
কোন দলের কত পয়েন্ট?
একনম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। পরের মরশুমে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাকি টেস্টগুলোতে ভাল কিছু করে দেখাতে হবে রোহিতদের।