scorecardresearch
 

India vs New Zealand: T20 দলে বাদ বিরাট-রোহিতরা, 'গুরু' দ্রাবিড়ের কী বক্তব্য?

নিউজিল্যন্ডের (India vs New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজের পর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলার কথা রয়েছে ভারতীয় দলের। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মত ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। গত বছর ভারত টি২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও কেএল রাহুল-এর টি২০ কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement
রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়
হাইলাইটস
  • টি২০ সিরিজ থেকে বাদ রোহিত-বিরাট
  • সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ

নিউজিল্যন্ডের (India vs New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজের পর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলার কথা রয়েছে ভারতীয় দলের। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মত ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। গত বছর ভারত টি২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও কেএল রাহুল-এর টি২০ কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে কেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে কেন জায়গা পেলেন না ভারতের তারকা ক্রিকেটাররা?

বিরাট-রোহিতদের না খেলা নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি জানিয়েছেন, 'ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। এই বছরেই আবার ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। তাই চাপ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ।' বিসিসিআই-এর নতুন নিয়ম অনুসারে, এবারে আইপিএল চলাকালীন ওয়ার্ক লোডের ওপর নজর রাখবে জাতীয় ক্রিকেট একাডেমি (NCA)। 

আরও পড়ুন: বিশ্রাম নয়, রঞ্জি খেলুন বিরাট-রোহিত, মত রবি শাস্ত্রীদের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে খেলতে নামার আগে দ্রাবিড় বলেছিলেন, 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমরা এসব বিষয় নিয়মিত পর্যালোচনা করতে থাকি। খেলোয়াড়দের (রোহিত, বিরাট, কেএল রাহুল) ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিয়েছি। চোট আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা। আমরা যে পরিমাণ ক্রিকেট খেলছি তাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করতে হবে, যাতে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাওয়া যায়।' 

আইপিএলে সিনিয়র ক্রিকেটাররা খেলবে: দ্রাবিড় 

দ্রাবিড় জানিয়েছেন, ভারতীয় দলের যে সমস্ত ক্রিকেটাররা একদিনের বিশ্বকাপে খেলবেন তাঁরা আইপিএলেও খেলবেন। দ্রাবিড় বলেছেন, 'এনসিএ এবং আমাদের মেডিকেল টিম আইপিএলের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং যদি কোনও সমস্যা বা চোট থাকে তবে আমরা  তা বিবেচনা করব। কোনো খেলোয়াড় চোটের কবলে পড়লে বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি মনে করি বিসিসিআই-এর অধিকার আছে তাঁকে বাদ দেওয়ার। তবে সে যদি ফিট থাকে তাহলে আমরা তাঁকে আইপিএলের জন্য ছেড়ে দেব কারণ এটিও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।' 

Advertisement

আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া, দেখুন বিয়ের অ্যালবাম

রাহুল দ্রাবিড় মনে করেন আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া চার ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে বিরতি প্রয়োজন। দ্রাবিড় বলেছেন, 'নির্দিষ্ট সময়ের মধ্যে সাদা বলের টুর্নামেন্ট খেলতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বর্ডার-গাভাস্কার ট্রফির  চারটি ম্যাচ গুরুত্বপূর্ণ।'

TAGS:
Advertisement