scorecardresearch
 

India vs Pakistan Asia Cup 2023: বৃষ্টির শঙ্কা, ভারত-পাক ম্যাচ রবিবারও ভেস্তে যেতে পারে?

এশিয়া কাপে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপের ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌছে গিয়েছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপের নিয়ম অনুযায়ী সুপার ফোরে প্রতিটি দলই একে অপরে মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্টর বিচারে ২টি দল যাবে ফাইনালে।

Advertisement
রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
হাইলাইটস
  • রবিবার নামছে ভারত ও পাকিস্তান
  • সেই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা

এশিয়া কাপে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপের ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌছে গিয়েছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপের নিয়ম অনুযায়ী সুপার ফোরে প্রতিটি দলই একে অপরে মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্টর বিচারে ২টি দল যাবে ফাইনালে।
 

ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
তবে এবারে ভারত-পাকিস্তান ম্যাচের পরে ভারত আরও একটা ম্যাচ খেলবে গ্রুপ বি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে। মঙ্গলবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। আর আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে পাকিস্তান দল। এছাড়া ১৫ তারিখ সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে ভারত। গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে দলের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এখনও পর্যন্ত গ্রুপ বি-এর টেবিলের যা অবস্থা তাতে ১৫ তারিখ ভারতের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশ। তবে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি পিছু ছাড়ছে না। গ্রুপ পর্বে ম্যাচে টসে জিতে ভারত ব্যাট করলেও, পাকিস্তান ব্যাট করার সুযোগই পায়নি।
 

কেমন থাকবে রবিবারের আবহাওয়া?
প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। accuweather-এর পূর্বাভাস অনুসারে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। রাতের দিকে তা বেড়ে হতে পারে ৫২ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪- ২৫ ডিগ্রির মধ্যে। তবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশ বেশি থাকবে। ফলে ক্রিকেটারদের চোট পাওয়ার ঝুঁকি থাকতে পারে। 
 

আরও পড়ুন

কখন কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ?
এশিয়া কাপের সমস্ত ম্যাচ শুরু হচ্ছে দুপুর তিনটের সময়। ভারত-পাকিস্তানের এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং মোবাইলে দেখতে হলে কোনও টাকা লাগবে না। ফ্রিতেই দেখা যাবে এই ম্যাচগুলি। 
 
    
 

Advertisement

Advertisement