scorecardresearch
 

Gautam Gambhir vs Shahid Afridi: 'এই না দু-চার ঘা দিয়ে দেন'! আফ্রিদি-গম্ভীরের করমর্দন দেখে মশকরা ভক্তদের

কাতারে শুরু হয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেটের মাস্টার্স টুর্নামেন্ট (Legends League Cricket Masters Tournament)। শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া মহারাজা (India Maharaja) ও এশিয়া লায়ন্স (Asia Lions)। এই টুর্নামেন্টে এশিয়া লায়ন্সের অধিনায়কত্ব করছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। অন্যদিকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে খেলছে ইন্ডিয়া মহারাজা। প্রথম ম্যাচে আফ্রিদিদের বিরুদ্ধে ৯ রানে হারতে হলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টসের সময় গম্ভীর ও আফ্রিদির (Gambhir-Afridi) হ্যান্ডশেক করার ছবি। 

Advertisement
শাহিদ আফ্রিদি ও গৌতম গম্ভীর শাহিদ আফ্রিদি ও গৌতম গম্ভীর
হাইলাইটস
  • কাতারে লেজেন্ডস লিগে খেলছেন দুই তারকা
  • অতীতের কথা মনে করালেন আফ্রিদি-গম্ভীর

কাতারে শুরু হয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেটের মাস্টার্স টুর্নামেন্ট (Legends League Cricket Masters Tournament)। শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া মহারাজা (India Maharaja) ও এশিয়া লায়ন্স (Asia Lions)। এই টুর্নামেন্টে এশিয়া লায়ন্সের অধিনায়কত্ব করছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। অন্যদিকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে খেলছে ইন্ডিয়া মহারাজা। প্রথম ম্যাচে আফ্রিদিদের বিরুদ্ধে ৯ রানে হারতে হলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টসের সময় গম্ভীর ও আফ্রিদির (Gambhir-Afridi) হ্যান্ডশেক করার ছবি। 

লেজেন্ডস লিগ মাস্টার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হন এশিয়া লায়ন্সের মিসবা উল হক (Misbah ul Haq)। ৫০ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। দারুণ হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি গৌতম গম্ভীর। মাত্র ৩৯ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভারতের অধিনায়ক গৌতম গম্ভীর।

আরও পড়ুন: WTC ফাইনালে আদৌ যেতে পারবে ভারত? রইল পুরো অঙ্ক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গম্ভীর ও আফ্রিদির ছবি
এই ম্যাচে টসের সময় এমন একটি ঘটনা দেখা গেছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। আসলে টসের সময় গৌতম গম্ভীরের সঙ্গে করমর্দন করেছিলেন আফ্রিদি। তখন গৌতমের মুখটা খুব গম্ভীর দেখাচ্ছিল। এমনকি সেই সময়, আফ্রিদির চোখের দিকেও তাকাননি তিনি।

এর ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তরাও বেশ উপভোগ করেন। একজন ব্যবহারকারী ব্যঙ্গাত্মক ভাবে বলেছেন যে দুই কাছের বন্ধুর দেখা। অপর ব্যবহারকারী লেখেন, এখানে হাতাহাতি করা উচিত নয়। এই ম্যাচেও অনেক ঘটনা ঘটেছে, যখন গম্ভীর ও আফ্রিদির মধ্যে উত্তেজনা দেখা যায়। 

আরও পড়ুন: পৃথ্বীর ব্রেক-আপ? 'স্বার্থ ছাড়া কেউ ভালবাসে না,' পোস্ট ঘিরে জল্পনা

আন্তর্জাতিক ম্যাচেও উত্তাপ দেখা গিয়েছিল
যখন দুই ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন তখনও বারেবারে বিতর্কে জড়িয়েছেন ভারত-পাকিস্তানের দুই প্রাক্তন তারকা। সেই সময় কখনও কখনও খুব কঠিন পরিস্থিতি তৈরি হত। একবার ভারত-পাকিস্তান ম্যাচে গম্ভীর ও আফ্রিদির মধ্যে হাতাহাতিও হয়েছিল। তবে সহযোগী খেলোয়াড় ও আম্পায়াররা বিষয়টি শান্ত করেন। ফলে উত্তাপ খুব বেশিদূর এগোয়নি।  

Advertisement