অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪-এ আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ২৮২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ও উইকেট হারিয়ে ২৩০ রানে আটকে যায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ।
পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করেন শাহজেব
এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক শাহজেব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্ত কতটা সঠিক তা বোঝযায় ম্যাচের পর। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮১ রান করে। শাহজেব খান সর্বোচ্চ ১৫৯ রানের ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি ছক্কা ও পাঁচটি চার। ৯৪ বলে ৬টি চারের সাহায্যে ৬০ রান করেন উসমান খান।
উসমান খান ও শাহজেব খানের মধ্যে প্রথম উইকেটে ১৬০ রানের জুটি গড়ে ওঠে। মহম্মদ রিয়াজুল্লাহও ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের রান দারুণ জায়গায় নিয়ে যান। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার সমর্থ নাগরাজ। যেখানে আয়ুশ মাত্রে দুটি সাফল্য অর্জন করেছেন। যুদ্ধজিৎ গুহ ও কিরণ চোরমলে একটি করে উইকেট নেন।
৫০ ওভারের ফরম্যাটে খেলা হচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে পাকিস্তান, জাপান এবং আয়োজক সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারতকে বি গ্রুপে রাখা হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে এ গ্রুপে রয়েছে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। এরপর ৮ই ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
মহম্মদ আমানের নেতৃত্বাধীন ভারতীয় দল নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের চেষ্টা করছে। এই টুর্নামেন্টে, সমস্ত চোখ ছিল মাত্র ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর দিকে, যিনি আইপিএল ২০২৫ এর মেগা নিলামে ইতিহাস তৈরি করেছিলেন। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।
ভারতীয় দলের প্লেয়িং একাদশ: আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (অধিনায়ক), হরবংশ সিং (উইকেটরক্ষক), নিখিল কুমার, কিরণ চোরমলে, হার্দিক রাজ, মহম্মদ আনান, সমর্থ নাগরাজ, যুধজিৎ গুহ।
পাকিস্তানের একাদশ: শাহজেব খান, উসমান খান, সাদ বেগ (উইকেটরক্ষক/অধিনায়ক), ফারহান ইউসুফ, ফাহাম উল হক, মহম্মদ রিয়াজুল্লাহ, হারুন আরশাদ, আবদুল সুবহান, আলী রাজা, উমর জাইব, নাভিদ আহমেদ খান।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ:
৩০ নভেম্বর ভারত বনাম পাকিস্তান, দুবাই।
২ ডিসেম্বর: ভারত বনাম জাপান, শারজাহ।
৪ ডিসেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি, শারজাহ।