ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সাফ কাপে নজর ভারতীয় ফুটবল দলের। প্রথম ম্যাচেই সুনীল ছেত্রীরা মুখোমুখি হবেন পাকিস্তানের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। লেবাননকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারত এশিয়ান কাপের আগে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাইছে ইগর স্টিম্যাচের ছেলেরা।
কখন কীভানে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সাফ কাপের প্রথম ম্যাচ। ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এবারের সাফ কাপ। পাকিস্তান খেলতে আসছে ভারতের মাটিতে। ভারত-পাক ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ফ্যানকোড অ্যাপ ইনস্টল করতে হবে। ভারত, ফিফা র্যা ঙ্কিং-এ ৯৮ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে পাকিস্তান ১৯৫ তম স্থানে রয়েছে। ভারতীয় ফুটবল দল আটবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। অন্যদিকে একবারও পাকিস্তান এই ট্রফি জিততে পারেনি। যাইহোক, ভারতের আধিপত্য সত্ত্বেও, পাকিস্তান কয়েক বছর ধরে দারুণ ফুটবল খেলছে। যদিও এই বছরে পাকিস্তান চারটি ম্যাচ খেলে চারটিতেই হেরে গিয়েছে।
দুই দল প্রথম একে অপরের সঙ্গে ১৯৫৯ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল। ২০১৮ সালের সাফ কাপে পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারতীয় দল। ভারত এই টুর্নামেন্টের আগে ভালো ফর্মে রয়েছে এবং সেই ফর্ম তারা অব্যহত রাখতে মরিয়া। ভারত-পাকিস্তানের এই ম্যাচের দিকে সকলের নজর থাকবে। কারণ, দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।
ভারত বনাম পাকিস্তান: শেষ ৫টি ম্যাচ
পাকিস্তান ১ ভারত ৩ (ফ্রেন্ডলি)-২৩ মার্চ ২০১১
ভারত ১ পাকিস্তান - ০ (SAFF চ্যাম্পিয়নশিপ) - ১ সেপ্টেম্বর ২০১৩
ভারত ০ পাকিস্তান ২ (ফ্রেন্ডলি)- ২০ আগস্ট, ২০১৪
ভারত ১ পাকিস্তান ০ (ফ্রেন্ডলি)- ১৭ আগস্ট, ২০১৪
ভারত ৩ পাকিস্তান ১ (SAFF চ্যাম্পিয়নশিপ) ১২ সেপ্টেম্বর ২০১৮
খেলা হয়েছে – ২৬টি ম্যাচ
ভারত জিতেছে – ১৩টি
ড্র - ১০টি
পাকিস্তান জিতেছে – ৩টি ম্যাচ