দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে আট উইকেটে জিতে গেল ভারতীয় দল (Team India)। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রান করলেও ব্যাট করতে নেমেই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) উইকেট দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় ভারত। রান না করেই আউট হন ভারত অধিনায়ক। ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়কও। কাগিসো রাবাডার বলে আউট হন রোহিত। অ্যানরিচ নর্টজে আউট করেন বিরাটকে।
কীভাবে আউট হলেন রোহিত ও বিরাট?
রোহিত শর্মাকে অফ স্টাম্পের ঠিক বাইরে বল করেন রাবাডা। বলটা খেলতেই হত ভারত অধিনায়ককে। বল রোহিতের ব্যাটের কানায় লেগে ডিককের ডান দিকে চলে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি অভিজ্ঞ উইকেটকিপার। দ্বিতীয় বলেই আউট হন ভারত অধিনায়ক। সপ্তম ওভারে আউট হন বিরাট। প্রথম বল করতে এসেই উইকেট তুলে নেন নর্টজে। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাটের কানায় লাগে বল। ক্যাচ ধরে নেন ডিকক।
ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার ও রাহুল
চাপের মধ্যেই ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব ও কেএল রাহুল। দুই জনেই ৫০ করেন। ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সাবধানে খেলতে থাকেন দুই ব্যাটার। শেষ পাঁচ ওভারে ভারতের দরকার ছিল মাত্র ১৬ রান। যদিও ২০ বল বাকি থাকতেই জিতে যায় ভারত।
দারুণ বল করেন ভারতের বোলাররা
দুর্দান্ত বোলিং ভারতীয় দলের। টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দারুণ ছন্দে দীপক চাহার ও আর্শদীপ সিং। প্রথম তিন ওভারেই দক্ষিণ আফ্রিকার পাঁচ ব্যাটারকে প্যাভেলিয়ানে পাঠিয়ে দেন তাঁরা। নয় রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ভারতের দুই বোলারই দক্ষিন আফ্রিকার অর্ধেক দলকে প্যাভেলিয়ানে পাঠিয়ে দেন।
এক ওভারেই তিন উইকেট নেন আর্শদীপ
দারুণ বল করেন আর্শদীপ সিং। এক ওভারেই তিন তিনটি উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে শেষ দুই বলে দুটি উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে দীপক চাহার দুই ওভারে দু'টি উইকেট তুলে নেন।