scorecardresearch
 

India VS South Africa 1st Test Day 1 Update: বৃষ্টিতে বন্ধ হল ম্যাচ, ৮ উইকেটে ২০৮ রান টিম ইন্ডিয়ার

বক্সিং ডে টেস্টে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে প্রথম ম্যাচে বৃষ্টি চিন্তায় রাখছে দুই দলকেই। বৃষ্টির জন্য টস দেরিতে হল। সেই টসে জিতল দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নামল ভারত।

Advertisement
দারুণ ছন্দে রাবাডা দারুণ ছন্দে রাবাডা

বক্সিং ডে টেস্টে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে প্রথম ম্যাচে বৃষ্টি চিন্তায় রাখছে দুই দলকেই। বৃষ্টির জন্য টস দেরিতে হল। সেই টসে জিতল দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নামল ভারত।

২০০ পেরিয়ে গেল ভারত

উল্টোদিকে উইকেট পড়তে থাকলেও আক্রমণ করে যাচ্ছেন রাহুল, আট উইকেটে ২০৮ রান টিম ইন্ডিয়ার। 

আউট বুমরা

১৯১ রানে আট উইকেট হারাল ভারতীয় দল। মার্কো জেনসনের বলে বোল্ড হলেন ভারতের তারকা বোলার। মাত্র ১ রান করে আউট বুমরা। 

হাল্কা বৃষ্টি শুরু হয়েছে সেঞ্চুরিয়ানে

ঝিরঝিরে বৃষ্টি পড়ছে মাঠে। তারমধ্যেই খেলা চলছে। আশা করা হচ্ছে, এই মেঘ কেটে যাবে। 

হাফ সেঞ্চুরি রাহুলের

দারুণ হাফ সেঞ্চুরি রাহুলের। বুমরাকে সঙ্গে নিয়ে ভাল ব্যাটিং করছেন রাহুল। ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান ভারতের। 

চা পানের বিরতি

৭ উইকেটে ১৭৬ রান ভারতের। চা পানের বিরতিতে গেল দুই দল।

৫ উইকেট রাবাডার

এবার আউট হলেন শার্দূলও। ৫ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে ফেললেন রাবাডা। 

১৫০ পেরল ভারত

৬ উইকেট হারিয়ে ১৫০ পেরল ভারত। ভাল ব্যাটিং করছেন রাহুল ও শার্দূল। 

আবার উইকেট রাবাডার

আউট হলেন অশ্বিনও। ৬ উইকেট হারাল ভারতীয় দল। 

আউট হয়ে গেলেন বিরাটও

সেঞ্চুরিয়ানে দারুণ ছন্দে রাবাডা। আউট হলেন বিরাটও। ১০৭ রানেই ৫ উইকেট হারাল ভারত। 

১০০ পেরল ভারত

Advertisement

৪ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল ভারতীয় দল। ৩৮ রান করে অপরাজিত বিরাট। 

উইকেট নিলেন রাবাডা

বোল্ড হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। নীচে নেমে আসা বল খেলতেই পারেননি ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার। ৯২ রানে চার উইকেট হারাল ভারতীয় দল।  

লাঞ্চের আগে উইকেট হারায়নি ভারত

৫০ রানের জুটি গড়ে ফেললেন বিরাট ও শ্রেয়স। লড়াইয়ে ফেরার চেষ্টায় টিম ইন্ডিয়া। ৯১ রানে ৩ উইকেট টিম ইন্ডিয়ার।

৫০ পেরল টিম ইন্ডিয়া

৩ উইকেট হারালেও ৫০ পেরিয়ে গেল ভারত। উইকেটে জমে যাওয়ার চেষ্টায় বিরাট ও শ্রেয়স। 

২৪ রানে ৩ উইকেট হারাল ভারত

আবার উইকেট বার্গারের। লেগ স্ট্যাম্পের বাইরের বল গ্লাভসে লাগিয়ে ফিরলেন গিল। শুরুতে আম্পায়ার নট আউট দিলেও বাভুমা তাঁর সতীর্থদের সঙ্গে কোথা বলে রিভিউ নেন। দেখা যায়, গ্লাভসে লেগেছে গিলের। ডেবিউ ম্যাচে তিন উইকেট হারাল ভারত। 

উইকেট বার্গারের

আউট জয়সওয়াল, ২৩ রানে ২ উইকেট হারাল ভারত। কট বিহাইন্ড হলেন ভারতের ওপেনার। বড় সমস্যায় টিম ইন্ডিয়া।  

রোহিতের উইকেট নিলেন রাবাডা

১৩ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল। আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। 

ভাল শুরু টিম ইন্ডিয়ার

উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। বিনা উইকেটে ৯ রান ভারতের। 

বাদ পড়লেন জাদেজা

চোটের জন্য বাদ পড়তে হল জাদেজাকে। রবিচন্দ্রন অশ্বিন দলে।  

টসে জিতল দক্ষিণ আফ্রিকা

টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠালেন তেম্বা বাভুমা। 

বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা

আউটফিল্ড এখনও শোকায়নি। ফলে টস হতে সময় লাগবে। ভারতীয় সময় দুপুর দেড়াটায় টস হবে।  

অভিষেক হল প্রসিদ্ধ কৃষ্ণার

ম্যাচ শুরু হবে দুপুর দু'টো থেকে। অভিষেক হচ্ছে কৃষ্ণার। 

Advertisement