Team Indiaদক্ষিণ আফ্রিকার (India Vs South Africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে খেলতে পারলেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পিঠের চোটের জন্য ভারতীয় দলে (Team India) জয়গা পেলেন না এই অলরাউন্ডার। তবে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। জাদেজার জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দলে নেওয়া হয়েছে। টসের সময় এই কথা জানান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।
ডেবিউ করলেন প্রশিদ্ধ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সুযোগ পেলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পেলেন না বাংলার মুকেশ কুমার। প্রশিদ্ধ কৃষ্ণকে দলে নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মুকেশ প্রথম শ্রেনির ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছেন। অন্যদিকে প্রশিদ্ধের সেই অভিজ্ঞতা না থাকলেও পরিস্থিতির কথা মাথায় রেখেই তাঁকে দলে নেওয়া হয়েছে। মহম্মদ শামি চোটের জন্য দলে না থাকায় প্রশিদ্ধকে খেলাতে হচ্ছে ভারতকে। ম্যাচের আগেই রোহিত জানিয়েছেন, শামিকে তাঁরা মিস করবেন। টিম ইন্ডিয়া এই ম্যাচের জন্য চারজন ফাস্ট বোলারকে (সিমার) মাঠে নামিয়েছে। এই চার ফাস্ট বোলারের হলেন মহম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর, প্রশিদ্ধ কৃষ্ণ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হল নান্দ্রে বার্গার এবং ডেভিড বেডিংহামের। এই ম্যাচে টেস্ট খেলার সুযোগ পাননি কেশব মহারাজ। পিচে পেসারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকায় ফাস্ট বোলারদেরই রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা প্লেয়িং ইলেভেন: ডিন এলগার, এইডেন মার্করাম, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), কিগান পিটারসেন, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্জার
টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, আর অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।