India VS South Africa 2nd Test: দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা রোহিতদের, চোট পেলেন তারকা ক্রিকেটার

একে তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার, তার উপর আবার অলরাউন্ডারের চোট। ফলে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে সমস্যায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। বক্সিং ডে টেস্ট হারে এ বারও সেই সুযোগ নেই। বরং কী করে দ্বিতীয় টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে উন্নতি করা যায়, নজর সে দিকেই। তার আগে আরও একটা ধাক্কা ভারতীয় শিবিরে।

Advertisement
দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা রোহিতদের, চোট পেলেন তারকা ক্রিকেটারteam india
হাইলাইটস
  • চোটের জন্য ছিটকে যেতে পারেন তারকা
  • দ্বিতীয় টেস্টের আগে শঙ্কায় ভারত

একে তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার, তার উপর আবার অলরাউন্ডারের চোট। ফলে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে সমস্যায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। বক্সিং ডে টেস্ট হারে এ বারও সেই সুযোগ নেই। বরং কী করে দ্বিতীয় টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে উন্নতি করা যায়, নজর সে দিকেই। তার আগে আরও একটা ধাক্কা ভারতীয় শিবিরে।

সেঞ্চুরিয়ানে ইনিংসে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কেপটাউনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৩ জানুয়ারি। তার আগে ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলের। সেই প্র্যাক্টিসের সময় হাতে গোনা কয়েকজন অনুশীলনে নেমেছিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, থ্রো ডাউন শুরু হওয়ার আগেই নেটে সবার আগে পৌঁছে যান শার্দূল ঠাকুর। ফিল্ডিং কোচ টি দীলিপের থ্রো ডাউনের সময় কাঁধে চোট লাগে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরের। তাঁর চোট কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না। কারণ বিসিসিআই-এর পক্ষ থেকে কোনও আপডেট এখনও দেওয়া হয়নি। তবে পিটিআই-এর শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, শার্দূল বেশ অস্বস্তিতে রয়েছেন। স্ক্যানের পরই পরিস্থিতি বোঝা যাবে।

থ্রো ডাউনের সময় হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে কাঁধে চোট লাগে শার্দূলের। এর মধ্যেও নেটে ব্যাটিং চালিয়ে যান ভারতীয় দলের অলরাউন্ডার। নেটে ব্যাটিং শেষে ফিজিও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। বেশ কিছুটা সময় স্লিং লাগিয়ে বসে থাকতে দেখা যায় শার্দূলকে। যা দেখে মনে করা হচ্ছে, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরে প্রবল চাপে রয়েছে ভারতীয় দল। ম্যাচে ব্যাট হাতে শার্দূল সাফল্য পাননি। বোলিংয়ে ১৯ ওভারে দিয়েছে ১০০ রান। নিয়েছিলেন ১ উইকেট।  

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটা হেরে বেশ চাপে ভারত। দ্বিতীয় ম্যাচে জিততেই হবে রোহিতদের। তা হলে অন্তত কিছুটা হলেও মান বাঁচবে ভারতীয় দলের।  

Advertisement

POST A COMMENT
Advertisement