scorecardresearch
 

India VS South Africa 2nd Test: বিরাটের পরামর্শেই এল একের পর এক উইকেট? ৫৫-তেই শেষ দঃ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের (Team India) বোলাররা তেমন ছাপ ফেলতে না পারলেও কেপটাউনে দ্বিতীয় টেস্টে শুরু থেকেই দারুণ ছন্দে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। কেপটাউন টেস্টে শুরু থেকেই বেশ চনমনে দেখাচ্ছে টিম ইন্ডিয়া। পাঁচ রানের মাথাতেই ভারতীয় দলকে প্রথম উইকেট এনে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। 

Advertisement
রোহিত শর্মা ও বিরাট কোহলি রোহিত শর্মা ও বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের (Team India) বোলাররা তেমন ছাপ ফেলতে না পারলেও কেপটাউনে দ্বিতীয় টেস্টে শুরু থেকেই দারুণ ছন্দে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। কেপটাউন টেস্টে শুরু থেকেই বেশ চনমনে দেখাচ্ছে টিম ইন্ডিয়া। পাঁচ রানের মাথাতেই ভারতীয় দলকে প্রথম উইকেট এনে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। 

বিরাট-রোহিতের পরামর্শেই সাফল্য 
ভারতের ফাস্ট বোলাররা যেমন দারুণ বল করেছেন, ঠিক তেমনি দারুণ রণকৌশল সাজিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে তাঁকে দারুণ সাহায্য করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই তারকা পরামর্শ করেই শর্ট লেগে ফিল্ডিং করতে দেখা যায় রোহিতকে। আর তাতেই আসে সাফল্য। আসলে শুরু থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মার্করামকে আউট করার পর গত ম্যাচে সেরা হওয়া ডিন এলগারকেও প্লেড অন করেন সিরাজ। অফস্ট্যাম্পের বাইরের বল কিছুটা ঢুকে এলে ব্যাট চালান দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন। ভেতরের দিকে কানায় লেগে বল স্ট্যাম্প ভেঙে দেয়। 

শর্ট লেগে রোহিত দাঁড়াতেই পড়ল উইকেট
ভারতীয় দলের তৃতীয় উইকেট তুলতেও খুব বেশি সময় নেয়নি। এবার যদিও উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। লেংথ বল ভেতরের দিকে ঢুকে আসছিল। লেগ সাইডে খেলতে যান দক্ষিণ আফ্রিকার স্টাবস। ভেতরের দিকের কানায় বল লেগে থাইপ্যাডে লাগে। ক্যাচ সোজা চলে যায় রোহিতের কাছে। ক্যাচ নিতে ভুল করেননি ভারতীয় দলের ক্যাপ্টেন। টানা গুড লেংথে বল করে যাওয়ার সুফল পেয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা। 

টিম ইন্ডিয়া প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, মুকেশ কুমার।

Advertisement

দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট তুলে নেন সিরাজ। টনি জর্জি সিরাজের 'খারাপ' বলে উইকেট দিয়ে বসেন। লেগ সাইডের বাইরের বলে খোঁচা দেন টনি। ক্যাচ ধরেন কেএল রাহুল।  ১২ ওভার অবধি শর্ট লেগে দাঁড়িয়ে ছিলেন রোহিত। যতক্ষন তিনি দাঁড়িয়ে থেকেছেন প্রোটিয়া ব্যাটাররা ভয়ে কেঁপেছেন। 

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা একাদশ একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরি (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিড়ি। 

 

Advertisement