India VS South Africa 2nd Test: প্র্যাক্টিসের মাঝেই ক্যামেরাম্যানদের উপর চটলেন বিরাট, কেন?

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ শুরু করলেও প্রথম ইনিংসে ভাল রান আসেনি। দ্বিতীয় ইনিংসে একা লড়াই করলেও সঙ্গীর অভাবে তা দাম পায়নি। ফলে দ্বিতীয় টেস্টে ভাল কিছু করে দেখাতে মরিয়া বিরাট কোহলি। নিজে নেটে বেশি সময় দিচ্ছেন। প্রয়োজনে আলোচনা সেরে নিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও। মনোযোগের যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য ক্যামেরাম্যানকেও সরে যেতে বললেন কোহলি!

Advertisement
প্র্যাক্টিসের মাঝেই ক্যামেরাম্যানদের উপর চটলেন বিরাট, কেন? Virat kohli

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ শুরু করলেও প্রথম ইনিংসে ভাল রান আসেনি। দ্বিতীয় ইনিংসে একা লড়াই করলেও সঙ্গীর অভাবে তা দাম পায়নি। ফলে দ্বিতীয় টেস্টে ভাল কিছু করে দেখাতে মরিয়া বিরাট কোহলি। নিজে নেটে বেশি সময় দিচ্ছেন। প্রয়োজনে আলোচনা সেরে নিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও। মনোযোগের যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য ক্যামেরাম্যানকেও সরে যেতে বললেন কোহলি!

কেন বিরক্ত হলেন বিরাট?
বিরাট কোহলি যে তারকা তা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই তাঁকে ব্যাট হাতে নামতে দেখলেই সাংবাদিক বা চিত্র সাংবাদিকরা ভিড় জমান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। কোহলির অনুশীলনের সময় তাঁর নেটের সামনাসামনি বেশ কয়েকজন চিত্র সাংবাদিকক ছবি তুলছিলেন। তাতে কিছুটা বিরক্ত হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁকে বলতে শোনা যায়, 'যত জন চিত্র সাংবাদিক রয়েছেন, তাঁদের সবাইকে এক দিকে সরিয়ে দাও।' এছাড়াও বুমরা, সিরাজকে ৬ থেকে ৮ মিটার লেংথে বল ফেলতে বলেন কোহলি। আবার অশ্বিনের সামনে অন্য লেংথের বল খেলতে চান।

মঙ্গলবার ভারতীয় দলে অনুশীলনেই দেখা গিয়েছে মরিয়া ভাব। শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতেই হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুশীলন শুরু করে ভারতীয় দল। প্রথমেই নেটে ব্যাটিং অনুশীলন করতে চলে যান কোহলি এবং শুভমন। অশ্বিন ছাড়াও যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ নেটে তাঁদের বল করেন। প্রায় ৩০ মিনিট ব্যাটিং অনুশীলন করেন শুভমন এবং কোহলি। যা থেকে মনে করা হচ্ছে মিডল অর্ডারের উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়।

শুভমন গিলের পাশে দাঁড়ালেন রোহিত
সেঞ্চুরিয়নে প্রথম তিন ব্যাটারের রান পাওয়া নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক রোহিতকে। তিনি বলেন, ‘‘আমরা খুব একটা পরিবর্তনের কথা ভাবছি না। তৃতীয় ব্যাটারের মাঠে নামার জন্য একটা ভাল বলই যথেষ্ট। কোনও ওপেনার চোট পেলেও তিন নম্বর ব্যাটারকে দ্রুত নামতে হতে পারে। অনেক সময় তিন নম্বর ব্যাটারকে ওপেনারের ভূমিকা পালন করতে হয়। শুভমন যথেষ্ট ভাল ব্যাটার। ওর উপর আমাদের আস্থা আছে। তিন নম্বরে ব্যাট করতে পারে।’’ রোহিত বুঝিয়ে দিয়েছেন, শুভমনকে প্রথম একাদশের বাইরে রাখার কোনও ভাবনা তাঁদের নেই।
  

Advertisement

POST A COMMENT
Advertisement