scorecardresearch
 

India VS South Africa: সেঞ্চুরিয়ান পেসারদের স্বর্গ, দঃ আফ্রিকায় খেলবেন বাংলার মুকেশ?

২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে হবে প্রথম টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। তবে এবার ইতিহাস গড়ার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে কিছু পরিবর্তন করতে হবে। চোটের কারণে টেস্ট সিরিজের বাইরে মহম্মদ শামি। পাশাপাশি রুতুরাজ গায়কওয়াড ও ঈশান কিষাণকেও টেস্ট সিরিজে পাওয়া যাবে না। 

Advertisement
মুকেশ কুমার মুকেশ কুমার

২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে হবে প্রথম টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। তবে এবার ইতিহাস গড়ার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে কিছু পরিবর্তন করতে হবে। চোটের কারণে টেস্ট সিরিজের বাইরে মহম্মদ শামি। পাশাপাশি রুতুরাজ গায়কওয়াড ও ঈশান কিষাণকেও টেস্ট সিরিজে পাওয়া যাবে না। 

ফলে সবার চোখ থাকবে প্রথম টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার দল কেমন হবে তার দিকে। এই ম্যাচের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন কাজ হতে চলেছে। কেএল রাহুল এবং কেএস ভরতের মধ্যে কে উইকেটকিপিং করবেন সেটাই দেখার। মুকেশ কুমার এবং প্রসিধ কৃষ্ণের মধ্যে বেছে নিতে হবে যে কোনও এক পেসারকে। মহম্মদ শামির জায়গায় কাকে সুযোগ দেওয়া হয় সেটাই এখন দেখার।

মুকেশ ৪০টি প্রথম-শ্রেণীর ম্যাচে ১৫১টি উইকেট নিয়েছেন। পাশাপাশি তিনি লম্বা স্পেল বোলিং করতে পারেন। প্রসিধ ২০১৫ সালে রঞ্জি ট্রফিতে অভিষেকের পর ১৫টি প্রথম-শ্রেণীর ম্যাচও খেলেননি। শামি দলে থাকলে তাঁর জায়গা হতোই না। দক্ষিণ আফ্রিকা 'এ'-এর বিরুদ্ধে ভারত 'এ' দলের হয়ে পাঁচ উইকেট নিয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। ফলে তাঁকে প্রথম টেস্টে মুকেশ কুমারের চেয়ে অগ্রাধিকার দেওয়া হতে পারে। অর্থাৎ ২৭ বছর বয়সী প্রসিধ টেস্ট অভিষেকের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন

ভারতীয় দলের কম্বিনেশন কেমন হতে পারে?
সেঞ্চুরিয়ান টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেন করতে পারেন তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। যেখানে তিন নম্বরে আসতে পারেন শুভমান গিল। যেখানে বিরাট কোহলি চার নম্বরে ও শ্রেয়াস আইয়ার পাঁচ নম্বরে ব্যাট করতে আসতে পারেন। প্রথম টেস্টে উইকেটরক্ষক হিসেবে থাকতে পারেন কেএল রাহুল। এখনও পর্যন্ত টেস্টে উইকেটকিপিং করেননি। তাই এই সফরে বিরাট পরীক্ষা হতে পারে তাঁর কাছে। 

Advertisement

সেঞ্চুরিয়নের পিচ ফাস্ট বোলারদের জন্য সহায়ক। পিচ ফাস্ট বোলারদের জন্য সহায়ক হবে বলেও ইঙ্গিত দিয়েছেন কিউরেটর। ফলে প্লেয়িং ১১-এ জায়গা পেতে পারেন শার্দুল ঠাকুর। শার্দুল খেললে রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে বাইরে বসতে হতে পারে। 

প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা/আর। অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ।

Advertisement