scorecardresearch
 

T20 World Cup Final 2024: হাল ধরলেন বিরাট-অক্ষর, প্রশংসায় পঞ্চমুখ 'ক্রিকেট ঈশ্বর'

অক্ষর প্যাটেলের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। বার্বেডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে বিরাট চাপের মধ্যে দারুণ ইনিংসের খেলে যাওয়ায় সচিন তেন্ডুলকর প্রশংসা পেলেন এই অলরাউন্ডার। বিরাট কোহলির সঙ্গে তার খেলা ৫৪ বলে ৭২ রানের ইনিংস ভারতীয় দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ছিল। না হলে পাওয়ার প্লেতে ভারতের উপর চেপে বসেছিল দক্ষিণ আফ্রিকা। একের পর এক উইকেট খোয়ানো ভারতীয় দলের দরকার ছিল একটা পার্টনারশিপ। সেটাই করেছেন বিরাট ও অক্ষর।

Advertisement
অক্ষর 31 বলে 47 রান করেন (ছবি/পিটিআই) অক্ষর 31 বলে 47 রান করেন (ছবি/পিটিআই)

অক্ষর প্যাটেলের প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। বার্বেডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে বিরাট চাপের মধ্যে দারুণ ইনিংসের খেলে যাওয়ায় সচিন তেন্ডুলকর প্রশংসা পেলেন এই অলরাউন্ডার। বিরাট কোহলির সঙ্গে তার খেলা ৫৪ বলে ৭২ রানের ইনিংস ভারতীয় দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ছিল। না হলে পাওয়ার প্লেতে ভারতের উপর চেপে বসেছিল দক্ষিণ আফ্রিকা। একের পর এক উইকেট খোয়ানো ভারতীয় দলের দরকার ছিল একটা পার্টনারশিপ। সেটাই করেছেন বিরাট ও অক্ষর।   

সচিনের পোস্ট

সোশ্যাল মিডিয়ায় সচিন পোস্ট করেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতান ক্যাচ। আর আজকের ইনিংস ভারতের রানকে ঠিক জায়গায় নিয়ে গিয়েছে। কিছু ব্যাটার রানটা এগিয়ে নিয়ে যায়, আর কেউ কেউ তা শেষ করে। দারুণ ইনিংস অক্ষর।' পাশাপাশি তিনি বিরাটের প্রশংসাও করেন। সচিন লেখেন, 'ইনিংসে দারুণ ভাল গতি দিয়েছে বিরাট। অক্ষরের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েছে। ইনিংসের শেষে গতিও বাড়িয়েছে।' শিবমের ইনিংসেরও প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি তিনি লিখেছেন, দ্বিতীয় ইনিংসে দারুণ ম্যাচ হবে।  

বড় লক্ষ্যে নেমে পাওয়ার প্লে- তে হারিয়ে বসে তিন তিনটি মূল্যবান উইকেট। যার ফাল বিস্ফোরক শুরু করেও থমকে যেতে হয় টিম ইন্ডিয়াকে। একে একে রোহিত শর্মা, রিষভ পন্ত এবং সূর্যকুমার যাদব আউট হয়ে যান অল্প রানের মধ্যেই। এর মধ্যে রোহিত ভালো শুরু করেও সুইপ মারতে গিয়ে স্কোয়ার লেগে ধরা পড়েন। অন্যদিকে পন্ত রান না করেই আউট হন। সুইপ মারতে গিয়ে দেরিতে আসা বল ব্যাটের কানা নিয়ে উইকেট কিপারের হাতে পৌঁছে যায়। কিপারে হেনরিক ক্লাসেন কোনও ভুল করেননি। আউট হন সূর্যকুমারও। বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল। এরপর নড়বড়ে ইনিংসকে ভরসা যোগানোর চেষ্টা করন। 

Advertisement

Advertisement