টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলা শুরু আজ সোমবার। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারতীয় দলের এই মাঠে এখনও পর্যন্ত অপরাজিত রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত জোহানেসবার্গের এই মাঠে ভারতীয় দল কোন রকম টেস্ট হারেনি। এর আগে টেস্ট ড্র করলেও তাদের পরাস্ত করতে পারেনি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলটি তাদের সেরা সময়ে ভারতকে পরাস্ত করতে পারেনি। এই মাঠে লাগাতার দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্নে বিভোর টিম ইন্ডিয়া।
ভারতীয় দল জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে স্টেডিয়াম এখানে ষষ্ঠ টেস্ট খেলতে চলেছে। এর আগে টিম ইন্ডিয়া এখানে ৫ টি টেস্ট খেলেছে। যার মধ্যে দুটিতে জয়ী হয়েছে ভারতীয় দল। অন্যদিকে বাকি তিনটি টেস্ট ড্র হয়েছে। ভারতীয় দল চাইবেই অপরাজয়ের ধরে রাখতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের সিরিজ জেতার সুযোগ টিম ইন্ডিয়ার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে ১১৩ রানের বিশাল জয় হাসিল করেছে ভারত। এটি ওই মাঠে শুধু ভারতের প্রথম জয় তাই নয়, এমনকী গোটা বিশ্বের মধ্যে মাত্র তৃতীয় দল হিসেবে এবং তিন নম্বর টেস্ট দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ওই মাঠে হেরেছে। এর আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড একটি একটি করে টেস্ট জিতেছিল সেঞ্চুরিয়ানে। ভারত তৃতীয় দল হিসেবে হাজির হয়েছে। ভারতীয় দলের আশা দ্বিতীয় টেস্টে তারা সিরিজ জিতে নিতে পারবেন।
প্রকৃতপক্ষে ভারতীয় দলের কাছে এখন দ্বিতীয় ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জেতার সুবর্ণসুযোগ। দক্ষিণ আফ্রিকায় এটি ভারতের অষ্টম ম্যাচ। এর আগের সাতটা সিরিজের মধ্যে গিয়েছে তার মধ্যে একটি সিরিজ শুধুমাত্র ড্র করতে সক্ষম হয়েছে ভারত।
ভারতীয় দলের প্লেইং ইলেভেন-এ একটা বদল হতে পারে
এই টেস্টের জন্য ভারতীয় টিম উইনিং কম্বিনেশন ভাঙতে পারে। বেশি বদল অবশ্য তারা চাইবে না। কারণ প্রথম টেস্টের থাকেন তারা প্রত্যেকেই ভালো পারফর্ম করেছেন। কিন্তু জোহানেসবার্গের গতিশীল পিচে একটা বদলের সম্ভাবনা রয়েছে। সেখানে উমেশ যাদবকে শার্দুল ঠাকুরের জায়গায় খেলানো হতে পারে।