scorecardresearch
 

India vs Sri Lanka 1st ODI Live Streaming: ভারত VS শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ আজ, কখন-কীভাবে দেখবেন?

India vs Sri Lanka 1st ODI Live Streaming: ভারত ও শ্রীলঙ্কার (India vs Sri Lanka) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে গুয়াহাটিতে (১০ জানুয়ারি)। বুড়ো আঙুলের চোটের কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচের বাইরে ছিলেন রোহিত শর্মা। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ফিরতে চলেছেন তিনি। বিশ্বকাপের আগে এই একদিনের সিরিজগুলি ভীষণ জরুরী হতে পারে টিম ইন্ডিয়ার জন্য। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা
  • দুপুর দেড়টায় শুরু ম্যাচ

India vs Sri Lanka 1st ODI Live Streaming: ভারত ও শ্রীলঙ্কার (India vs Sri Lanka) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে গুয়াহাটিতে (১০ জানুয়ারি)। বুড়ো আঙুলের চোটের কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচের বাইরে ছিলেন রোহিত শর্মা। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ফিরতে চলেছেন তিনি। বিশ্বকাপের আগে এই একদিনের সিরিজগুলি ভীষণ জরুরী হতে পারে টিম ইন্ডিয়ার (Team India) জন্য। 

কোথায় কীভাবে দেখবেন ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের ম্যাচ?

সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায়। টস হবে দুপুর একটার সময়। স্টার স্পোর্টসে দেখা যাবে এই সিরিজের প্রতিটি ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখান হবে ডিজনি প্লাস হটস্টারে। তবে সে ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিতে হবে। তবে বিনামূল্যেও এই সিরিজ দেখতে পাওয়া যাবে। ডিডি স্পোর্টসও নির্ধারিত সময়ে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ সম্প্রচার করবে। চ্যানেলটি ডিডি ফ্রি ডিশ সেট-টপ বক্স চ্যানেল নম্বর ৭৭-এ দেখানো হবে।

আরও পড়ুন: 'IPL-এর পরই...', T20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা ? 

দলে নেই বুমরা

দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আগে থেকেই তাঁর চোট ছিল। মনে করা হয়েছিল, সেই চোট শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে ঠিক হয়ে যাবে। তবে তা হল না। সিরিজ শুরুর আগের দিনই জানিয়ে দেওয়া হল, ভারতীয় দল থেকে বাদ পড়লেন ভারতের ফাস্ট বোলার। আসলে বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। তাই পুরোপুরি ফিট না হওয়া অবধি তাঁকে না খেলানর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 

একদিনের সিরিজের জন্য উভয় দলের স্কোয়াড
টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি,  শুভমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

Advertisement

আরও পড়ুন: ODI সিরিজে নেই বুমরা, কে সামলাবেন বোলিং?

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), নুওয়ানিদু ফার্নান্দো, আবিষ্কা ফার্নান্দো, আশেন বান্দারা, পথুম নিসাঙ্কা,  ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসলাঙ্কা, চামিকা করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা (উইকেটরক্ষক), মাদুসদন, দুয়ান, মাদ্রাসা। ভেলালেজ,  জেফরি ওয়েন্ডারসে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং মহেশ শার্প। 


একদিনের সিরিজের সময়সূচী:
১০ জানুয়ারি - প্রথম একদিনের ম্যাচ, গুয়াহাটি, দুপুর ১.৩০ 
১২ জানুয়ারী - দ্বিতীয় একদিনের ম্যাচ, কলকাতা, দুপুর ১.৩০
১৫ জানুয়ারী - তৃতীয় একদিনের ম্যাচ, তিরুবনন্তপুরম, দুপুর ১.৩০

Advertisement