scorecardresearch
 

India vs Sri Lanka T20I: ফের দুরন্ত শ্রেয়স, সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

India vs Sri Lanka 2nd T20I: রবীন্দ্র জাডেজা মাত্র ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৭ বল বাকি থাকতেই জিতে যায় ভারত। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার।

Advertisement
ফের সিরিজ জয় ভারতের ফের সিরিজ জয় ভারতের
হাইলাইটস
  • সিরিজ জিতল ভারত
  • তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচই জিতল তারা
  • ফের হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের

দ্বিতীয় টি২০ ম্যাচেও শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারাল ভারত। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করতে নেমে ধীরে শুরু করলেও প্রথুম নিশাঙ্কা ৫৩ বলে ৭৫ রান আউট হন। দানুশকা গুনাথালিকা ২৯ বলে ৩৮ রান করেন। এরপর দ্রুত তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও শনকা দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন। ৫৮ রান যোগ করেন দুইজনে। ১৯ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন শনকা। পাঁচ উইকেট হারিয়ে ১৮৩ রান করে শ্রীলঙ্কা (Sri Lanka)। 

ভারতের পাঁচ বোলারই একটি করে উইকেট পান। তবে চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে এক উইকেট পান বুমরা। ৩৬ রান দিয়ে এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার। চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে এক উইকেট পান চাহার। 

জবাবে ব্যাট করতে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। চামিরার বলে প্লেড অন হন তিনি। দুই বল খেলে এক রান করে আউট হন তিনি। উইকেটে গতি ছিল। সেই কারণেই সমস্যায় পড়েন ইশান কিশান। ১৫ বলে ১৬ রান করে আউট হন তিনি। শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। আস্কিং রেট ১০ এর উপর উঠে যেতে থাকে। তবে এই বিপর্যয় সামলে নেন শ্রেয়স আইয়ার। দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে সঞ্জু স্যামসন পার্টনারশিপ গড়ে তোলেন। ৫০ বলে ৮৪ রান যোগ করেন তারা। লাহিরু কুমারার বলে ফার্নান্দো দারুণ ক্যাচ নিয়ে সঞ্জুকে ফেরান। ২৫ বলে ৩৯ রান করে আউট হন তিনি। তবুও ভারতের জিততে অসুবিধা হয়নি। কারণ রবীন্দ্র জাডেজা মাত্র ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৭ বল বাকি থাকতেই জিতে যায় ভারত। 

Advertisement

আরও পড়ুন:ধর্মশালায় বাসে গান ধরলেন সিরাজ-ঈশান, গাইলেন শাহরুখ খানের 'ম্যায় হুন না' ছবির গান

আরও পড়ুন: কোন গ্রুপে কারা, কে কার বিরুদ্ধে খেলবে? দূর করুন বিভ্রান্তি

দুটি উইকেট নেন লাহিরু কুমারা। তবে তিন ওভারে ৩১ রান দেন তিনি। একটি উইকেট পান চামিরা। তিন ওভার এক বল করে ৩৯ রান দেন তিনি।  

     

Advertisement