India vs Sri Lanka 3rd ODI: গম্ভীরের কোচিং-এ প্রথম ODI সিরিজে হার ভারতের, ১১০ রানে জিতল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার ভারতের। প্রথম ম্যাচ টাই হওয়ার পর, দ্বিতীয় একেদিনের ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। কলম্বোর মাঠে স্পিন খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। শেষ ম্যাচেও মাত্র ২৪৯ রান তাড়া করতে নেমে সমস্যায় পড়তে হয়। শেষ অবধি ১১০  রানে হেরে যাওয়ায় সিরিজও হারতে হয় ভারতীয় দলকে।

Advertisement
গম্ভীরের কোচিং-এ প্রথম ODI সিরিজে হার ভারতের, ১১০ রানে জিতল শ্রীলঙ্কাsri lanka

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার ভারতের। প্রথম ম্যাচ টাই হওয়ার পর, দ্বিতীয় একেদিনের ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। কলম্বোর মাঠে স্পিন খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। শেষ ম্যাচেও মাত্র ২৪৯ রান তাড়া করতে নেমে সমস্যায় পড়তে হয়। শেষ অবধি ১১০  রানে হেরে যাওয়ায় সিরিজও হারতে হয় ভারতীয় দলকে।
 

দুনিথ ওয়েল্লালাগের স্পিনে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং লাইনআপ
১০০ রানের মাথায় সাত উইকেট হারিয়ে ফেলে ভারত।  একাই ভারতের ইনিংসের পতন ডেকে আনেন শ্রীলঙ্কার এই স্পিনার। একাই নেন চার উইকেট। ৬ রান করে আউট হন গিল। ভারতের হয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়া কেউই ভাল খেলতে পারেননি। ৩৫ রান করে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের ক্যাপ্টেন। ব্যর্থ হহন বিরাট কোহলি। ২০ রান করে ফেরেন ভারতের তারকা ব্যাটার। পাশাপাশি রান পাননি ঋষভ পন্তও। তিনি আউট হন ৬ রানে। অক্ষর প্যাটেল ২ রানে ফেরেন। আট রান করে আউট হন শ্রেয়াস আইয়ার। রিয়ান পরাগও ১৫ রান করে আউট হন। শিবম দুবে করেন মাত্র ৯ রান।

৩০ রান করে আউট হন শিবম দুবে। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ আশা ছিল ভারতের। বেশ কয়েকটি ছক্কা, চার মারলেও ২৪৯ রান তাড়া করার জন্য তা যথেষ্ট ছিল না। শেষে মহম্মদ সিরাজ কিছুই করতে পারেননি। 

 ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন আবিষ্কা ফার্নান্দো। সেঞ্চুরি মিস করেন তিনি। এ ছাড়া কুসল মেন্ডিস ৫৯ ও পথুম নিসাঙ্কা ৪৫ রান করেন। এক সময় ৩৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছিল শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কাবড় স্কোর করবে, কিন্তু ভারতীয় স্পিনাররা শক্তিশালী প্রত্যাবর্তন করে। অফস্পিন অলরাউন্ডার রিয়ান পরাগ ৫৪ রানে ৩ উইকেট নেন। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং মহম্মদ সিরাজ প্রত্যেকে ১ টি করে সাফল্য পেয়েছেন। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement