scorecardresearch
 

India vs Sri Lanka Test: দর্শকশূন্য মাঠেই শততম টেস্ট খেলতে হবে বিরাটকে

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পাঞ্জাব ক্রিকেট সংস্থার সিইও দীপক শর্মা বলেন, ''শ্রীলঙ্কা বনাম ভারতের প্রথম টেস্ট দর্শকশূন্য মাঠে হবে।'' শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে জয় পাওয়ার পরেই বিরাট এবং ঋষভ পান্তকে বিশ্রামে পাঠিয়ে দেয় ভারতের বোর্ড। দশ দিন বিশ্রামে থাকতে বলা হয় ভারতীয় ক্রিকেটের দুই তারকাকে।

Advertisement
বিরাট কোহলি। ছবি সৌজন্যে: রয়টার্স বিরাট কোহলি। ছবি সৌজন্যে: রয়টার্স
হাইলাইটস
  • বিরাটের শততম টেস্টে থাকবেন না দর্শকরা
  • রোহিত শর্মার অধিনায়কত্বে শততম টেস্ট খেলবেন বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে শুরু হবে টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট বিরাট কোহলির (Virat Kohli) জন্য বিশেষ স্মরণীয়। কারণ এটাই তাঁর শততম টেস্ট। তবে এই ম্যাচে দর্শক থাকছে না। পাঞ্জাব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে স্পষ্ট ভাবে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। করোনার কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চাইছে না পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাই দর্শকদের ছাড়াই শততম টেস্ট খেলতে নামছে হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শততম টেস্ট খেলে ফেলতে পারতেন বিরাট। তবে পিঠের ব্যথার কারণে আচমকা দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সেই সফরে শততম টেস্ট খেলা হয়নি তাঁর।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পাঞ্জাব ক্রিকেট সংস্থার সিইও দীপক শর্মা বলেন, ''শ্রীলঙ্কা বনাম ভারতের প্রথম টেস্ট দর্শকশূন্য মাঠে হবে।'' শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে জয় পাওয়ার পরেই বিরাট এবং ঋষভ পান্তকে বিশ্রামে পাঠিয়ে দেয় ভারতের বোর্ড। দশ দিন বিশ্রামে থাকতে বলা হয় ভারতীয় ক্রিকেটের দুই তারকাকে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে যাওয়ার আগে আবেগপ্রবণ পোস্ট ওয়ার্নারের

আরও পড়ুন: ধর্মশালায় বৃষ্টির পূর্বাভাস, পণ্ড হতে পারে দ্বিতীয় ম্যাচ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে দেশের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর কিছুটা অপ্রত্যাশিত ভাবেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন বিরাট কোহলি। এরপর ভারতীয় ক্রিকেটের সর্বকালের সফলতম টেস্ট অধিনায়কের জায়গায় রোহিত শর্মার (Rohit Sharma) হাতে অধিনায়কত্ব তুলে দেন জাতীয় নির্বাচকরা। সবকিছু ঠিকঠাক থাকলে রোহিত শর্মার নেতৃত্বে নিজের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট। ৯৯ টি টেস্ট খেলে ২৭টি শতরান করে ফেলেছেন বিরাট। মোট রান ৭৯৬২। টেস্ট ক্রিকেটে বিরাটের গড় দারুন ৫০.৩৯। 

Advertisement

Advertisement