ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দুরন্ত জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পরে রাহুল দ্রাবিড়ের দল।
দ্বিতীয় ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করে ভারতীয় দল। বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি, রোহিত শর্মাকে। দলে আসেন সঞ্জু স্যামসন এবং অক্ষর প্যাটেল। শনিবার ক্যারেবিয়ানদের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং কিছুই প্রত্যাশিত মানের হয়নি টিম ইন্ডিয়ার। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি রোহিত শর্মা, বিরাট কোহলিকে শনিবার বিশ্রাম দিয়েই কি ভুল করল ভারতীয় দল? যদিও তা মানতে নারাজ দলের কোচ রাহুল দ্রাবিড়।
ম্যা চ শেষে দ্রাবিড় বলেন," অন্যদেরও খেলার সুযোগ দিতে চাইছি আমরা। ওদেরও ভাল খেলার চেষ্টা করতে হবে। সকলকে যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এশিয়া কাপের আগে আমাদের হাতে দু’তিনটে ম্যাচ রয়েছে। আমাদের কয়েকজন ক্রিকেটার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। চোট সারিয়ে এখনও মাঠে ফিরতে পারেনি ওরা। না খেললে বোঝা যায় না, একজন ঠিক কেমন অবস্থায় রয়েছে। একটা অনিশ্চয়তা থাকেই। তাই বিকল্পদের তৈরি রাখতে হবে। আমরা কয়েক জনকে খেলার মধ্যে রাখতে চাইছি। যাতে প্রয়োজন হলে ওরাও দলকে সাহায্য করতে পারে।"
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে একেবারেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না ভারতের তরুণ তারকা ব্যাটার শুভমন গিলকে। টেস্টের পর একদিনের ম্যাচেও বড় রান পাননি তিনি। যদিও শুভমনের এই ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন কোচ রাহুল দ্রাবিড়। শুভমন প্রতি আস্থা রাখছেন তিনি। শুভমন প্রসঙ্গে দ্রাবিড় বলেন, "শুভমনকে নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। যথেষ্ট ভাল ব্যাট করছে। সত্যিই বেশ ভাল খেলছে। ওর ব্যাটিংয়ে কোনও সমস্যা নেই। মাঝেমাঝে এরকম হয়। ভাল খেললেও বড় রান আসে না। তার মানে এই নয়, প্রতিটি ম্যাচের পর কারও সমালোচনা করতে হবে।"