ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেই একাধিক তারকা ক্রিকেটার। দলে নেই ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া। শুভমন গিল ও ইশান কিশান আজকের ম্যাচে ওপেন করবেন।
দলে রাখা হয়নি বিরাট কোহলিকেও। তবে দলে এসেছেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে দলে থাকলেও ব্যাট করতে নেমেননি বিরাট। আর এদিন তাঁকে বিশ্রাম দেওয়া হল। আসলে এই বছরেই রয়েছে বিশ্বকাপ। তার আগে তিন মাসও সময় নেই। তাই নতুন করে দলের কোনও তারকা চোট পান, এমনটা কোনওভাবেই চাইছেন না বিসিসিআই কর্তারা। এমনিতেই দলের একাধিক তারকা চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন। তাই ঝুঁকি না নিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে ভারতীয় দল।
টসের সময় ভারতীয় দলের ক্যাপ্টেন হার্দিক বলেন, ‘গত ম্যাচে প্রথম দিকে উইকেটে বল উপরে নিচে করছিল, তাই টিম ম্যানেজমেন্ট দেখতে চেয়েছিল তারা এখানে কীভাবে যায়। বিরাট এবং রোহিত বিশ্রাম নিচ্ছে। আমরা যেভাবে বোলিং করেছি সেটা দারুণ ছিল। আমরা যেভাবে খেলাটা ধরেছিলাম সেটাও দুর্দান্ত ছিল। আমাদের বেশি উইকেট না হারিয়ে খেলা শেষ করা উচিত ছিল। সেটা করতে পারলে দারুণ হতো। সঞ্জু আর অক্ষর দলে এসেছে।‘
গত ম্যাচে ৫ উইকেটে জেতার পর, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিতে চাইছে টিম ইন্ডিয়া। তবে এই সুযোগে দলের রিজার্ভ বেঞ্চও দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। দলের তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে কেমন পারফর্ম করেন সেটাই এখন দেখার।
ভারতের দল- শুভমান গিল, ইশান কিশান, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার