দারুণ ইনিংস সূর্যকুম্মারেরঅবশেষে টি২০ সিরিজে জয় পেল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টি২০ ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। শুরুতে ব্যাট করে ভারতের সামনে ১৬০ রানের লক্ষ্য রাখে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাতে ভারতের জিততে সমস্যা হয়নি। সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। যদিও ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। মাঠে দেখা যায় ৩০ গজের বৃত্তই নেই। ক্রিকেটাররা মাঠে নেমে গেলেও তার পরে বিষয়টি নজরে আসে আম্পায়ারদের। ফলে ম্যাচ শুরু হতে সামান্য দেরি হয়।
৪ ওভারে ২৮ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব। এদিন বল হাতে প্রথমে জনসন চার্লসকে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। ১৩ বলে ১২ রান করার পরে ১৪ তম বল খেলতে গিয়ে কুলদীপের বলে LBW আউট হন চার্লস। এরপরে নিকোলাস পুরানকে সাজঘরে ফেরান কুলদীপ। এই সময়ে তিনি সঞ়্জুর সঙ্গে হাত মিলিয়ে পুরানকে স্টাম্প আউটের পাঁদে ফেলেন কুলদীপ। তবে এখানেই শেষ নয়, এরপরে ব্র্য়ান্ড কিংকে ৪২ রানের মাথায় আউট করেন কুলদীপ যাদব। এই সময়ে তিনি বল করে নিজেই কিং-এর ক্যাচ ধরেন।
এরপরেও ওয়েস্ট ইন্ডিজ ১৬০ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২ রান ব্রান্ডন কিং। ৪০ রানে অপরাজিত রভমান পাওয়েল। ২৫ রান করেন মায়ার্স। ২০ রান করেন নিকোলাস পুরান। ৯ রান করেন হিটম্যা য়ার। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন অক্ষর প্যাডটেল এবং মুকেশ কুমারের।
জবাবে ব্যাকট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্য SKY-এর দুরন্ত ইনিংস। ৮৩ রান করেন সূর্য। তবে ব্যা ট হাতে ব্য র্থ দুই ওপেনার যশস্বী-শুভমন। ১ রান করেন যশস্বী। ৬ রান করেন শুভমন গিল। ৪৯ রানে অপরাজিত তিলক ভর্মা। ২০ রানে অপরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ক্যা রিবিয়ানদের হয়ে দুই উইকেট নেন জোসেপ। একটি উইকেট নেন ম্যা ককয়।