scorecardresearch
 

India vs West Indies 3rd T20I: মরণবাঁচন ম্যাচে দলে যশস্বী? কোথায় ফ্রীতে দেখবেন Ind vs WI ম্যাচ LIVE?

মরণবাঁচন ম্যাচে খেলতে নামছে হার্দিক পান্ডিয়ার ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও একদিনের সিরিজ জিতলেও টি২০ সিরিজে বড় সমস্যায় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে সূর্যকুমার যাদবদের। ফলে সিরিজে টিকে থাকতে হলে গায়ানায় অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টি২০ ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে।

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • দুই পরিবর্তন হতে পারে ভারতীয় দলে
  • রাত আটটা থেকে শুরু ম্যাচ

মরণবাঁচন ম্যাচে খেলতে নামছে হার্দিক পান্ডিয়ার ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও একদিনের সিরিজ জিতলেও টি২০ সিরিজে বড় সমস্যায় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে সূর্যকুমার যাদবদের। ফলে সিরিজে টিকে থাকতে হলে গায়ানায় অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টি২০ ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে।


বারেবারে ব্যাটিং দুর্বলতার কারণে ডুবতে হচ্ছে ভারতীয় দলকে। মঙ্গলবারের ম্যাচে খেলতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। আরও এক তরুণ ক্রিকেটারকে দলে নিলে তাঁর যেমন অভিজ্ঞতা বাড়বে ঠিক একইভাবে ভারতীয় দলে বিশেজ্ঞ ব্যাটারের সংখ্যাও বাড়বে। ইশান কিশানের জায়গায় তাঁকে খেলানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। ইশান সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ। ভারতীয় দলে ফিরতে পারেন কুলদীপ যাদবও। নেটে অনেকটা সময় বল করলেও, দ্বিতীয় টি২০ ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। তাঁর জায়গায় রবি বিষ্ণোই দলে এলেও ৩১ রান দিয়ে একটাও উইকেট পাননি তিনি।  


কখন কীভাবে দেখবেন ম্যাচ?
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় টস হবে। রাত আটটায় শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টেলিভিশনে দূরদর্শনের ছয়টি চ্যানেলে। সেই তালিকায় রয়েছে ডিডি স্পোর্টস, ডিডি পোডিগাই, ডিডি সপ্তগিরি, ডিডি ইয়াদাগিরি, ডিডি বাংলা এবং ডিডি চন্দনা। এ ছাড়া মোবাইলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ম্যাচগুলি দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে। তবে সেক্ষেত্রে টাকা দিতে হবে। একইসঙ্গে বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ।
 

আরও পড়ুন

উইকেট কেমন থাকবে?
ওয়েস্ট ইন্ডিজে সাধারণভাবে স্লো উইকেটই দেখতে পাওয়া গিয়েছে। মঙ্গলবারের ম্যাচেও তেমনই উইকেটে ম্যাচ হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন স্পিনাররা। যে দলের স্পিনাররা এই উইকেটে ভালো বল করতে পারবেন তারাই এগিয়ে থাকবেন এই ম্যাচে। 
 

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য দল: ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, জনসন চার্লস (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়
 

ভারতের সম্ভাব্য দল: শুভমান গিল, ইশান কিশান/ যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুকেশ কুমার
 

Advertisement