scorecardresearch
 

Rahul Dravid: 'ওকে ODI খেলা শিখতে হবে...' কাকে নিয়ে এমন বললে দ্রাবিড়?

আইপিএল-এ দারুণ ছন্দে ছিলেন ভারতের মিডিল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। তবে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর পরেই বারবার ব্যর্থ স্কাই। টি২০ ক্রিকেটে নিজের ফর্ম ধরে রাখতে পারলেও একদিনের ক্রিকেটে একেবারেই ব্যর্থ সূর্যকুমার।

Advertisement
রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড়

আইপিএল-এ দারুণ ছন্দে ছিলেন ভারতের মিডিল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। তবে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর পরেই বারবার ব্যর্থ স্কাই। টি২০ ক্রিকেটে নিজের ফর্ম ধরে রাখতে পারলেও একদিনের ক্রিকেটে একেবারেই ব্যর্থ সূর্যকুমার।


টি-২০ ফর্ম্যাুটে নিজেকে মেলে ধরলেও, একদিনের ক্রিকেটে এখনও ব্যরর্থ সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুই ম্যানচে করেছেন ১৯ এবং ২৪ রান। একদিনের ক্রিকেটে মিডল অর্ডারকে ভরসা দিতে ব্যের্থ SKY। যদিও সূর্যকুমারের ওপর ভরসা রাখছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড়ের মতে, একদিনের ক্রিকেট কম খেলার জন্যই সমস্যা হচ্ছে সূর্যর। এ নিয়ে দ্রাবিড় বলেন, ‘একদিনের ক্রিকেটে সূর্য এখনও শিখছে। ভারতীয় দলে অভিষেকের আগে আইপিএলের দৌলতে সূর্য অনেক টি-২০ ক্রিকেট খেলেছে। কিন্তু একদিনের ক্রিকেটে সেই অভিজ্ঞতা ও পায়নি।‘ 


পাশাপাশি ভারতীয় দলের কোচ বলেন, ‘এই ব্যর্থতার মূল কারণ, আইপিএল তো আর ৫০ ওভারের হয় না। সূর্য খুব ভাল ক্রিকেটার, এতে কোনও সন্দেহ নেই। বিশেষ করে টি-২০ এবং ভারতের ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভা দেখিয়েছে সূর্য। তবে এটা ওকে স্বীকার করতে হবেই যে একদিনের ক্রিকেটে নিজের মান অনুযায়ী খেলতে পারছে না সূর্য। টি-২০ ওর যে জায়গা সেটা একদিনের ক্রিকেটে নেই।‘ 

আরও পড়ুন

দ্রাবিড়ের মতে যত বেশি একদিনের ম্যা।চ খেলবেন সূর্যকুমার, ততই নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারবেন সূর্য। আর এতেই বোঝা যাচ্ছে, সূর্যকে সুযোগ দিতে চান দ্রাবিড়। দ্রাবিড়ের কথায়, ‘সূর্য যথেষ্ট প্রতিভাবান। তাই ওকে যতটা সম্ভব সুযোগ দিতে চাইছি। এবারে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে সেটা সূর্যের উপরেই নির্ভর করছে।‘ 


দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের পর এবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজ দখল করতে মরিয়া ভারতীয় দল। টেস্ট সিরিজে দারুণ জয় পাওয়ার পর, একদিনের সিরিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। তবে পরের ম্যাচে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেয় টিম ইন্ডিয়া। তার জেরেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ক্যারেবিয়ানদের কাছে হেরে গেল ভারত। 
 

Advertisement

Advertisement