scorecardresearch
 

Deepak Chahar wife Jaya Bhardwaj: দশ লক্ষ টাকার প্রতারণা-প্রাণনাশের হুমকি, বিপাকে ক্রিকেটার চাহারের স্ত্রী

Deepak Chahar wife Jaya Bhardwaj: ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার দীপক চাহারের স্ত্রী বিপাকে। দীপকের স্ত্রী জয়া ভরদ্বাজের সঙ্গে প্রতারণার ঘটনা সামনে এসেছে। জুতোর ব্যবসার নামে ১০ লক্ষ টাকার প্রতারণা হয় জয়ার সঙ্গে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ম্যানেজার কমলেশ পারিখের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে।

Advertisement
দীপক চাহার ও স্ত্রী জয়া ভরদ্বাজ দীপক চাহার ও স্ত্রী জয়া ভরদ্বাজ

Deepak Chahar wife Jaya Bhardwaj: ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার দীপক চাহারের স্ত্রী বিপাকে। দীপকের স্ত্রী জয়া ভরদ্বাজের সঙ্গে প্রতারণার ঘটনা সামনে এসেছে। জুতোর ব্যবসার নামে ১০ লক্ষ টাকার প্রতারণা হয় জয়ার সঙ্গে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ম্যানেজার কমলেশ পারিখের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দীপক চাহার বাবা লোকেন্দ্র চাহার  হরি পর্বত থানায় মামলা করেছেন। তিনি অভিযোগে বলেন, জয়াকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আগ্রার ডেপুটি পুলিশ কমিশনার বিকাশ কুমার জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

চাহারের বাবা জানান, জুতোর ব্যবসার জন্য জয়া ধ্রুব ও কমলেশের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছিলেন। দীপকের পরিবার উত্তরপ্রদেশের আগ্রায় থাকে। দীপকের বাবা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ম্যানেজার কমলেশ পারিখ এবং তার ছেলে ধ্রুব পারিখের বিরুদ্ধে জয়া ভরদ্বাজের কাছ থেকে ১০ লক্ষ টাকা অর্থ আদায়ের অভিযোগ করেছেন।

তাদের অ্যাকাউন্টে ১০  লক্ষ টাকার অনলাইন লেনদেনও হয়েছিল। টাকা নেওয়ার পর ধ্রুব ও কমলেশ দীপকের স্ত্রী জয়াকে প্রতারণা করে। এখন টাকা ফেরত দেওয়ার দাবি করে তাদের লাঞ্ছিত করা হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটার ও তাঁর পরিবার
মামলার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশকর্তারা। প্রতারিত হওয়ার পর ক্ষুব্ধ ক্রিকেটার ও তাঁর পরিবার।

আগ্রার ডেপুটি কমিশনার অফ পুলিশ বিকাশ কুমারবলেছেন, 'লোকেন্দ্র চাহারের পুত্রবধূ হায়দরাবাদে ব্যবসার জন্য ১০ লাখ টাকার অনলাইন লেনদেন করেছিলেন। এখন সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। ব্যবসাও এগিয়ে নিচ্ছে না। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।'

IPL-এ ধোনির দলে খেলেন দীপক
দীপক চাহার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলের হয়ে খেলছেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই দল দীপককে ১৪ কোটি টাকায় কিনেছে। চোটের কারণে দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন দীপক। দীপক তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এখনও পর্যন্ত ১৩টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

Advertisement

Advertisement