scorecardresearch
 

IPL 2022: ফের IPL-এ মালিঙ্গা, এবার কোন দলে?

২০০৮ মরশুমের জয়ী দল, রাজস্থান রয়্যালস, প্রথম মরশুমের পর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। দলটিকে শুধুমাত্র প্লে-অফ ম্যাচ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে, কিছু মরশুমে রাজস্থান একেবারে শেষে রয়েছে। কোনও মরশুমে আবার সাত নম্বরেও শেষ করেছে।

Advertisement
লসিথ মালিঙ্গা লসিথ মালিঙ্গা
হাইলাইটস
  • লাসিথ মালিঙ্গা রাজস্থান রয়্যালে যোগ দিয়েছেন
  • বোলিং কোচের দায়িত্ব সামলাবেন

রাজস্থান রয়্যালস (RR) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৫ তম সংস্করণের জন্য শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) তাদের বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। এই লিগে প্রথমবারের মতো কোচ হিসেবে দেখা যাবে মালিঙ্গাকে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে বেশ কয়েকবার শিরোপা জিতেছেন তিনি।

৩৮ বছর বয়সী মালিঙ্গা সম্প্রতি শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কা দলের বোলিং কোচের দায়িত্ব নেন। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে।

২০০৮ মরশুমের জয়ী দল, রাজস্থান রয়্যালস, প্রথম মরশুমের পর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। দলটিকে শুধুমাত্র প্লে-অফ ম্যাচ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে, কিছু মরশুমে রাজস্থান একেবারে শেষে রয়েছে। কোনও মরশুমে আবার সাত নম্বরেও শেষ করেছে।

রাজস্থান ২০২১ মরশুমে পাঁচটা জয় এবং নয় ম্যাচ হেরে সাত নম্বরে মরশুম শেষ করেছিল। রাজস্থান তাদের টুইটার অ্যাকাউন্টে নিজস্ব স্টাইলে মালিঙ্গাকে স্বাগত জানিয়েছে।

ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা প্রথম সিজন থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন, তিনি তাঁর শেষ লিগ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে। এই ম্যাচেও তিনি তাঁর বোলিং দিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছিলেন।

প্রথমবারের মতো মালিঙ্গাকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ড্রেসিংরুমে দেখা যাবে। রাজস্থানের পাশাপাশি, কুমার সাঙ্গাকারা, যিনি বর্তমানে শ্রীলঙ্কার সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য হন, তিনিও রয়েছেন ক্রিকেটের পরিচালক হিসেবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাদের দল গুছিয়ে নিয়েছে। এই সময়ে ওবেদ ম্যাককয়, প্রাণন্দ কৃষ্ণা এবং ট্রেন্ট বোল্টের মতো বোলাররা রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের সঙ্গে ফাস্ট বোলার হিসেবে দলে রয়েছেন। রাজস্থানের অধিনায়কত্ব থাকবে সঞ্জু স্যামসনের হাতে।

আরও পড়ুন: চিন্নাস্বামীতে বিরাট-রোহিতদের জন্য থাকছে স্টেডিয়াম ভর্তি দর্শক

আরও পড়ুন: 'Superman' স্টাইলে ক্যাচ নিলেন এই ফিল্ডার, জেতালেন হারা ম্যাচ

Advertisement

মেগা নিলামের পর রাজস্থান রয়্যালস দল:


ধরে রাখা ক্রিকেটারদের তালিকা- সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি) 


অলরাউন্ডার - রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), রিয়ান পরাগ (৩.৮০ কোটি), অনুনয় সিং (২০ লক্ষ), শুভম গাড়ওয়াল (২০ লক্ষ), জিমি নিশাম (১.৫ কোটি)
বোলার- ট্রেন্ট বোল্ট (৮ কোটি), প্রাণন্দ কৃষ্ণ (১০ কোটি), যুজবেন্দ্র চাহাল (৬.৫ কোটি), কেসি কারিপ্পা (৩০ লক্ষ), নবদীপ সাইনি (২.৬০ কোটি), ওবেদ ম্যাককয় (৭৫ লক্ষ), কুলদীপ সেন (২০ লক্ষ) , তেজস বারোকা (২০ লক্ষ), কুলদীপ যাদব (২০ লক্ষ), নাথান কুল্টার-নাইল (২ কোটি), ড্যারিল মিচেল (৭৫ লক্ষ)

Advertisement