Team India For Asia Cup: এশিয়া কাপে দলে রাহুল-শ্রেয়স, ক্যাপ্টেন রোহিত, স্কোয়াড ঘোষণা করল BCCI

সোমবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দিল্লিতে দুপুর দেড়টার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের (Team India) কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Advertisement
এশিয়া কাপে দলে রাহুল-শ্রেয়স, ক্যাপ্টেন রোহিত, স্কোয়াড ঘোষণা করল BCCIএশিয়া কাপের দল ঘোষণা

সোমবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দিল্লিতে দুপুর দেড়টার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের (Team India) চিফ সিলেক্টর অজিত আগারকর ও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।


ভারতীয় দল এশিয়া কাপে (Asia Cup) প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ম্যাচটি হবে পাকিস্তানের (India vs Pakistan) বিপক্ষে। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। এশিয়া কাপে একই গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলের ভিত্তিতে এশিয়া কাপ খেলা হচ্ছে। এশিয়া কাপে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে হবে পাকিস্তানে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ভারতীয় দল যদি ফাইনাল অবধি উঠতে পারে তাহলে টুর্নামেন্টে মোট ৬টি ম্যাচ খেলবে। এবার এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। 

এশিয়া কাপের সময়সূচি:
৩০ আগস্ট: পাকিস্তান বনাম নেপাল - মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা - ক্যান্ডি 
২ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান - ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান - লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল -
৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান - লাহোর

৬ সেপ্টেম্বর: A1 বনাম B2 - লাহোর 
৯ সেপ্টেম্বর: B1 বনাম B2 - কলম্বো (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হতে পারে)
১০ সেপ্টেম্বর: A1 বনাম A2 - কলম্বো (ভারত বনাম পাকিস্তান হতে পারে) 
১২ সেপ্টেম্বর: A2 বনাম B1 - কলম্বো  
১৪ সেপ্টেম্বর: A1 বনাম B1 - কলম্বো 
১৫ সেপ্টেম্বর: A2 বনাম B2 - কলম্বো 
১৭ সেপ্টেম্বর: ফাইনাল - কলম্বো 
 

এশিয়া কাপের জন্য ভারতের ১৭ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রশিদ্ধ কৃষ্ণা

Advertisement

POST A COMMENT
Advertisement