IPL 2022: প্লে অফের দৌড়ে কারা, CSK জেতায় সুযোগ থাকছে KKR-এর?

সুযোগ কার্যত নেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। কারণ বাকি ৩ ম্যাচ জিতলেও চেন্নাই সুপার কিংসের মতোই তারা পৌঁছে যাবে ১৪ পয়েন্টে। তবে তখন নেট রান রেট দেখা হবে। চেন্নাইয়ের নেট রান রেট +.০২৮। আর সেখানে শ্রেয়াস আইয়ারদের নেট রান রেট -.৩০৪। অর্থাৎ কেকেআর-কে বাকি তিন ম্যাচ শুধু জিততেই হবে এমনটা নয়, বড় ব্যবধানে জিততে হবে। আর সেটা বড় চ্যালেঞ্জ আন্দ্রে রাসেল রিঙ্কু সিংদের ক্ষেত্রে।

Advertisement
প্লে অফের দৌড়ে কারা, CSK জেতায় সুযোগ থাকছে KKR-এর? কেকেআর দল
হাইলাইটস
  • প্লে অফের আশা ক্ষীন কেকেআর-এর
  • ৯১ রানে দিল্লিকে হারাল চেন্নাই

চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পক্ষে প্লে অফে পৌঁছানো কঠিন। কিন্তু প্রতিটি জয়ের সঙ্গে সঙ্গেই অন্য দলের পয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বদলে যাচ্ছে পয়েন্ট টেবিল। দিল্লিকে (Delhi Capitals)) ৯১ রানে পরাজিত করার পর, চেন্নাই সুপার কিংসের চারটি জয় রয়েছে এবং তাদের নেট রান রেটও প্লাসে এসেছে। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে চেন্নাইয়ের দল। তাদের পয়েন্ট মাত্র ৮। চেন্নাই যদি তাদের ৩টি আসন্ন ম্যাচ জিতে যায়, তাহলে তাদের ১৪ পয়েন্ট হবে এবং তারপরে নেট-রান রেটের ভিত্তিতে, তাদের প্লে অফে পৌঁছানোর সুযোগ থাকতে পারে।  

পয়েন্ট টেবিলে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়েন্টসই (Lucknow Super Giants) একমাত্র দল, যাদের প্লে-অফে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। কারণ উভয় দলেরই ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে এবং এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে, তাই একটি জয় পেলেই প্লে অফে উঠে যাবে দুই দল। তবে আসল লড়াইটা তিন ও চার নম্বরের। এই দুই জায়গার জন্য রাজস্থান রয়্যালস (১৪ পয়েন্ট), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৪ পয়েন্ট), দিল্লি ক্যাপিটালস (১০ পয়েন্ট), সানরাইজার্স হায়দরাবাদ (১০ পয়েন্ট) এবং পঞ্জাব কিংস (১০ পয়েন্ট) এর মধ্যে লড়াই চলছে।

সুযোগ কার্যত নেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। কারণ বাকি ৩ ম্যাচ জিতলেও চেন্নাই সুপার কিংসের মতোই তারা পৌঁছে যাবে ১৪ পয়েন্টে। তবে তখন নেট রান রেট দেখা হবে। চেন্নাইয়ের নেট রান রেট +.০২৮। আর সেখানে শ্রেয়াস আইয়ারদের নেট রান রেট -.৩০৪। অর্থাৎ কেকেআর-কে বাকি তিন ম্যাচ শুধু জিততেই হবে এমনটা নয়, বড় ব্যবধানে জিততে হবে। আর সেটা বড় চ্যালেঞ্জ আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের কাছে। 

আরও পড়ুন: ৯১ রানে DC-কে হারাল CSK, ধোনি গড়লেন দুর্দান্ত রেকর্ড

আরও পড়ুন: ২ দিনে KL-বিরাট-উইলিয়ামসন ফিরলেন ডায়মন্ড ও গোল্ডেন ডাকে

Advertisement

আইপিএল-এর ২০২২ মরশুমে এখনও অবধি ১১ ম্যাচে ৪টি জয় পেয়েছে কলকাতা। হেরে গিয়েছে সাতটি ম্যাচে। যার মধ্যে টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা।       

POST A COMMENT
Advertisement