ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) বৃহস্পতিবার এক রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২২ বছর বয়সী আয়ুশ বাদোনি তার দলকে ছক্কা মেরে ম্যাচ জিতেছেন। এই বর্ণাঢ্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৯ রান করেছিল দিল্লি। দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন পৃথ্বী শ। জবাবে লখনউয়ের হয়ে কুইন্টন ডি কক ৮০ রানের ইনিংস খেলেছেন।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়েন্টস (LSG)। শুরুটা দারুণ করেছিল দিল্লি ক্যাপিটালস (DC)। দুই ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) ও ডেভিড ওয়ার্নার (David Warner) ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে মাত্র ৫ রান করে আউট হন ওয়ার্নার। মাত্র ৩৪ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন পৃথ্বী। তাঁর ইনিংস সাজান ছিল ৯টা চার ও ২টো ছয়ে। তবে এরপরেই আরও একটি উইকেট হারায় দিল্লি। পৃথ্বী, ওয়ার্নার-এর পর আউট হন রোভমন পাওয়েলও। মাত্র ৩ রান করে আউট হন তিনি। ১০ ওভার তিন বলে ৭৪ রানে তিন উইকেট হারিয়ে বসে দিল্লি ক্যাপিটালস।
তিন উইকেট হারানোয় রানরেট কিছুটা কমে যায় দিল্লির। ১৪ ওভারেও ১০০ পেরতে পারেনি দিল্লি। ১৫ ওভার এক বলে ১০০ রান করে দিল্লি। স্পিনারদের বল খেলতে সমস্যা হলেও অ্যান্ড্রু টাইয়ের ওভারকেই টার্গেট করেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত। তাঁর তৃতীয় ওভারে ১৮ রান নেন ঋষভ। সরফরাজ খানের সঙ্গে দারুণ জুটি তৈরি করেন দিল্লি অধিনায়ক।
সরফরাজ ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। পান্ত ৩৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন রবি বিষ্নোই। কৃষ্ণাপ্পা গৌথম ৪ ওভারে ২৩ রানে এক উইকেট নেন।
আরও পড়ুন: বাস্কেটবলেও দারুণ দক্ষ CSK ক্যাপ্টেন জাদেজা, Video
আরও পড়ুন: MI-এর বিরুদ্ধে কামিন্সের ইনিংস দেখে নাচতে চাইলেন শাহরুখ
তিন উইকেট হারিয়েই ১৪৯ রানে পৌঁছায় দিল্লি। মাঠে শিশির পড়ছে। তাই কী ভাবে ঋষভ পান্ত তাঁর বোলারদের ব্যবহার করেন সেটাই দেখার।