scorecardresearch
 

Chennai Super Kings, IPL 2022: জাদেজার পাশে দাড়ালেন হাসি, ধোনির প্রশংসায় অজি কোচ

একটি নিউজ চ্যানেলকে হাসি বলেছেন, ''জাদেজাকে অধিনায়ক করাটা একটা বড় পরিবর্তন। স্পষ্টতই, এমএস ধোনি এতদিন অধিনায়ক ছিল এবং ও দুর্দান্ত কাজ করেছে। তবে দারুণ ব্যাপার হল নতুন অধিনায়ক জাদেজাকে সাহায্য করছে। আমি জানি জাদেজা এবং ধোনি প্রায় প্রতিদিনই অধিনায়কত্ব নিয়ে কথা বলছে। তারা এই অবস্থা থেকে দলকে বের করার চেষ্টা করছে।''

Advertisement
রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ছবি- টুইটার রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ছবি- টুইটার
হাইলাইটস
  • IPL 2022-এ CSK-এর খারাপ পারফরম্যান্স
  • পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে রয়েছে CSK

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা একেবারেই ভাল হয়নি চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। এখনও একটাও ম্যাচ জিততে পারেনি তাঁরা। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নেতৃত্বাধীন চেন্নাই এখনও অবধি চারটি ম্যাচের চারটিতেই হেরে বসে আছে। সেই কারণে টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। ফলে অধিনায়ক জাদেজাকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। 

তবে দলের অধিনায়কের পাশেই দাড়াচ্ছেন ব্যাটিং কোচ মাইকেল হাসি। তিনি বলেন, সিএসকে দলের সকলেই জাদেজার পাশে দাঁড়িয়েছে। এছাড়াও হাসি বলেছেন, প্রতিদিনই অধিনায়কত্বের বিষয় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে কথা হচ্ছে জাদেজার। 

ধোনি দুর্দান্ত কাজ করেছেন: হাসি

একটি নিউজ চ্যানেলকে হাসি বলেছেন, ''জাদেজাকে অধিনায়ক করাটা একটা বড় পরিবর্তন। স্পষ্টতই, এমএস ধোনি এতদিন অধিনায়ক ছিল এবং ও দুর্দান্ত কাজ করেছে। তবে দারুণ ব্যাপার হল নতুন অধিনায়ক জাদেজাকে সাহায্য করছে। আমি জানি জাদেজা এবং ধোনি প্রায় প্রতিদিনই অধিনায়কত্ব নিয়ে কথা বলছে। তারা এই অবস্থা থেকে দলকে বের করার চেষ্টা করছে।''

পূর্ণ সম্মান পান জাদেজা

হাসি আরও বলেন, ''দলের সকলেই জাদেজাকে অনেক সম্মান করে। তবে এখন পর্যন্ত ও খুব ভাল কাজ করেছে। আমি আশা করি আমরা শীঘ্রই জয়ের রাস্তায় ফিরতে পারব। যা জাদেজাকে অধিনায়ক হিসাবে আরও স্বাচ্ছন্দ্য বোধ করাবে। দলের সবাই জাদেজাকে সমর্থন করছে।'' 

আরও পড়ুন: অশ্বিনের রিটায়ার্ড আউট নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা, স্যামসন

আরও পড়ুন: চাহালকে হেনস্থা, অভিযোগের আঙুল সাইমন্ডসের দিকেই

CSK তাদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ছয় উইকেটে হেরেছে। তারপর লখনউ সুপার জায়ান্টস (LSG) এর বিরুদ্ধে একই ব্যবধানে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল চেন্নাইকে। একইভাবে পঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জাদেজা ব্রিগেড ১২৬ রানে গুটিয়ে যায়। এরপর শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে আট উইকেটে হেরেছে তারা। 

Advertisement

Advertisement