scorecardresearch
 

IPL 2023 Palyers Full List With Price: রেকর্ড কুরেনের, IPL 2023-তে কোন প্লেয়ারকে কত টাকায় কিনল কোন দল?

IPL 2023 auction: ১০টি ফ্র্যাঞ্চাইজি ২০০ কোটি টাকার বেশি হাতে নিয়ে নিলামে অংশ নিল। এবারের নিলামে IPL ইতিহাসের সব রেকর্ড ভেঙে ১৮.৫০ কোটি টাকায় বিক্রি হলেন স্যাম কুরেন। 

Advertisement
আইপিএল ২০২৩ আইপিএল ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023)-এর মিনি অকশন হল কোচিতে। ৪০৫ প্লেয়ারের নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজি ২০০ কোটি টাকার বেশি হাতে নিয়ে নিলামে অংশ নিল। এবারের নিলামে IPL ইতিহাসের সব রেকর্ড ভেঙে ১৮.৫০ কোটি টাকায় বিক্রি হলেন স্যাম কুরেন। 


IPL 2023-র নিলামে কোন প্লেয়ার কত টাকায় বিক্রি হল, রইল পুরো লিস্ট

কেন উইলিয়মসন (নিউজিল্যান্ড)-- ২ কোটি টাকা, গুজরাত টাইটান্স

হ্যারি ব্রুক (ইংল্যান্ড)-- ১৩.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ

মায়াঙ্ক আগরওয়াল (ভারত)-- ৮.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ

অজিঙ্ক রাহানে (ভারত)-- ৫০ লক্ষ টাকা, চেন্নাই সুপারকিংস

স্যাম কুরেন (ইংল্যান্ড)-- ১৮.৫০ কোটি টাকা, কিংস ইলেভেন পঞ্জাব

ওডিএন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)-- ৫০ লক্ষ টাকা, গুজরাত টাইটান্স

সিকন্দর রজা (জিম্বাবোয়ে)- ৫০ লক্ষ টাকা, পঞ্জাব কিংস

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)-- ৫.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস

ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া)-- ১৭.৫০ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স

বেন স্টোকস (ইংল্যান্ড)-- ১৬.২৫ কোটি টাকা, চেন্নাই সুপারকিংস

নিকোলাস পুরন (ওয়েস্ট ইন্ডিজ)-- ১৬ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস

এনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)-- ৫.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ

ফিল সল্ট (ইংল্যান্ড)-- ১.৯০ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রিচার্ডসন (অস্ট্রেলিয়া)-- ১.৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স

ইশান শর্মা (ভারত)-- ৫০ লক্ষ টাকা, দিল্লি ক্যাপিটালস

আদিল রাশিদ (ইংল্যান্ড)-- ২ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ 

ময়ঙ্ক মার্কেন্ডেয় (ভারত)-- ৫০ লক্ষ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ

কোন দলের হাতে কত টাকা?

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ২০.০৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা, গুজরাত টাইটান্সের হাতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা, কেকেআর-এর কাছে রয়েছে ৭.০৫ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস-এর কাছে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে ১৩.২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ৪২.২৫ কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন: IPL 2023 Mini Auction: KKR-এর হাতে সবচেয়ে কম টাকা, কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে?

TAGS:
Advertisement