IPL 2023: আইপিএলে (IPL 2023) অভিষেক হল বাংলার অভিষেকের। গতকাল আইপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস (DC) বনাম গুজরাত টাইটানস (GT)। আর দুই দলেই রয়েছেন বাংলার ক্রিকেটাররা। গুজরাত দলে রয়েছেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami) এবং উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। অন্যদিকে দিল্লি দলে এইবছর যোগ দিয়েছেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েল (Abhishek Porel)। বাংলার এই তিন ক্রিকেটার এবার মুখোমুখি আইপিএলের মঞ্চে। গতকাল দিল্লির জার্সি গায়ে প্রথম মাঠে নামলেন অভিষেক।
প্রসঙ্গত, এই মরশুমে দিল্লি দলের হয়ে খেলতে পারছেন না দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। বদলে অধিনায়কত্ব করছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু উইকেটের পিছনে কে দাঁড়াবেন? সেই জল্পনার মাঝেই পন্থের বদলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পান বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল। গত ম্যাচে দিল্লি শরফরাজ খানকে (Sarfaraz Khan) উইকেটের পিছনে খেলালেও, এই ম্যাচে মাঠে নামেন অভিষেক। অন্যদিকে গুজরাত দলে রয়েছেন বাংলার মিডিয়াম ফাস্ট পেসার শামি এবং উইকেটকিপার ঋদ্ধিমান। গতকালের ম্যাচে, দুই দলের হয়ে তিনজন মাঠে নামেন।
আরও পড়ুন: IPL-এ ফের করোনার থাবা, COVID আক্রান্ত ধারাভাষ্যকার
এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব্যাট করে খুব একটা বড় রান করতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক ওয়ার্নার। এছাড়া ৩৬ রান করেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তবে বাংলার অভিষেকও কম যাননি। টেলএন্ডার হিসেবে তাঁর ১১ বলে ২০ রান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দিল্লির জন্য। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দিল্লি ক্যাপিটালস। এদিন দলকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত হন ঋষভ পন্থ। আর গুজরাতের হয়ে আগুনে বোলিং করেন বাংলার শামি। তিনি পান ৩ উইকেট এবং সঙ্গে রশিদ খানও (Rashid Khan) নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি গুজরাতকে। মিডল অর্ডার ব্যাটসম্যান সাই সুদর্শন (Sai Sudarshan) করেন ৬২ রান। অন্যদিকে ডেভিড মিলার (David Miller) খেলেন ১৬ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস। মোট ১১ বল বাকি থাকতে, মাত্র ৪ উইকেট হারিয়েই ১৬৩ রান তুলে নেয় গুজরাত টাইটানস। কিন্তু দিল্লির হয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে সপ্রতিভ লাগল অভিষেককে। খলিল আহমেদের (Khalil Ahmed) বলে, গুজরাত অধিনায়ক হার্দিকের ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরান বাংলার অভিষেক পোড়েল। অন্যদিকে গুজরাতের ওপেনার ঋদ্ধিমান করেন ৭ বলে ১৪ রান। গুজরাত এই ম্যাচ জেতে ৬ উইকেটের বিনিময়ে। প্রসঙ্গত, আগের ম্যাচেও শিলিগুড়ির পাপালি ভালো পারফর্ম করেন।
এই মরশুমে আইপিএলের মঞ্চে অনেক বেশি সুযোগ পাচ্ছেন বাংলার ক্রিকেটাররা। নিজেদের প্রমাণ করার অপশন থাকছে তাদের সামনে। জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কি এই আইপিএলই তাদের জন্য হয়ে উঠবে সেরা মঞ্চ? সময় বলবে সেই কথা।