দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দলে ট্রায়াল দিলেন বাংলার আরও এক ক্রিকেটার। অভিষেক পোড়েল (Abhishek Porel) ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস দলে খেলছেন। এবার কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দলে আসতে পারেন তাঁর খুড়তুতো দাদা বাংলার ফাস্ট বোলার ইশান পোড়েল (Ishan Porel)। বৃহস্পতিবার দিল্লি গিয়েছেন ইশান। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্তের (Rishabh Pant) পরিবর্তে দলে নেওয়া হয় বাংলার তরুণ উইকেটরক্ষককে। পরপর চার ম্যাচ হেরে ধুঁকছে দিল্লি। এর মাঝেই দিল্লি গেলেন ঈশান। ট্রায়াল দেবেন তিনি। কোচ রিকি পন্টিং-সহ দলের সাপোর্ট স্টাফদের পছন্দ হলে আইপিএলে (IPL 2023) আরও এক বাঙালির সংখ্যা বাড়বে।
বাংলার পাঁচ ক্রিকেটার এখন আইপিএল-এ খেলছেন। ইশান যোগ দিলে, বাঙালি ক্রিকেটারের সংখ্যা বাড়বে। ২০২১-এর আইপিএল-এ একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইশান। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার, এর আগে ছিলেন পঞ্জাব কিংস (Punjab Kings) দলে। এই মরশুম শুরু হওয়ার আগে, অনুষ্ঠিত আইপিএল-এর নিলামে অবিক্রীত থেকে যান ইশান। প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেছেন ইশান। ৩৯টি ম্যাচে ১০৮টি উইকেট রয়েছে ইশানের। লিস্ট এ ক্রিকেটেও দারুণ পারফর্ম করেছেন বাংলার পেসার। ৩০টি ম্যাচে ৪৭টি উইকেট রয়েছে তাঁর। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন ইশান।
আরও পড়ুন: IPL পার্টিতে চিয়ারলিডারকে 'শোওয়ার' অফার ক্রিকেটারদের, কী ঘটেছিল?
ইতিমধ্যেই চার ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। চারটেই হেরে গিয়েছে তাঁরা। বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকেও (Mustafizur Rahman) খেলিয়েছে সৌরভের দল। এইমুহূর্তে লিগ টেবিলের একদম ওপরে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চারটির মধ্যে তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। তিন ম্যাচে ছয় পয়েন্ট পেলেও, নেট রানরেটের জন্য দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।
আরও পড়ুন: হাঁটুতে মারাত্মক চোট ধোনির, খেলবেন KKR-এর বিরুদ্ধে ম্যাচে?
তিনে রয়েছে কেকেআর (KKR)। তিনটির মধ্যে দুটি ম্যাচেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। চতুর্থ স্থানে রয়েছে গুজরাত টাইটানস এবং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু মুম্বইয়ের অবস্থা খুবই খারাপ। লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা। ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্জাব কিংস এবং সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। স্বভাবতই, টুর্নামেন্টে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বাকি ম্যাচগুলিতেও যে শেয়ানে শেয়ানে টক্কর হবে, সেই কথা বলাই বাহুল্য।