IPL-এর শেষ ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। অঙ্কের বিচারে কেকেআর-এর প্লে অফে যাওয়ার সুযোগ থাকলেও, বাস্তবে খুব একটা ভালো জায়গায় নেই নীতীশ রানারা।
দারুণ পার্টনারশিপ নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনির
বড় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে লখনউ। থামাতে হবে কেকেআর-কে।
উইকেট নিলেন বরুণ চক্রবর্তী
আবার উইকেট হারাল লখনউ। এবার উইকেট নিলেন আরেক স্পিনার। ৭৩ রানে ৫ উইকেট হারাল লখনউ।
আউট হলেন ক্রুণাল পান্ডিয়া
চার উইকেট হারিয়ে ফেলল লখনউ। বারিনের বলে আউট LSG ক্যাপ্টেন। ৭১ রানে ৪ উইকেট হারাল লখনউ।
এক ওভারে দুই উইকেট নিলেন বৈভব আরোরা
দারুণ বোলিং বৈভব আরোরার। তাঁর ওভারেই আউট প্রেরক মানকাড ও মার্কাস স্টয়নিস।
ধাক্কা খেল লখনউ
১৪ রানে প্রথম উইকেট হারাল লখনউ। ৩ রান করে আউট করণ শর্মা।
টসে জিতল কেকেআর
টসে জিতল কলকাতা। শুরুতে বল করার সিদ্ধান্ত নিলেন নীতীশ রানা। বড় ব্যবধানে জিততে হবে কেকেআর-কে।
দলে পরিবর্তন করেনি কেকেআর
গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ জয় পায় কলকাতা। সেই দল নিয়েই শেষ ম্যাচে নামছেন নীতীশ রানারা।
লখনউ সুপার জায়ান্টস (প্লেয়িং ইলেভেন): কুইন্টন ডি কক (ডাব্লু), করণ শর্মা, প্রেরক মানকড়, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া (সি), আয়ুশ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, মহসিন খান
কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ (ডাব্লু), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (সি), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।