কুইন্টন ডি কককে আউট করার সুযোগ হারাল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারেই তাঁর উইকেট পেতে পারত কেকেআর। তবে বোলার ও উইকেটকিপার আপিল না করায় আউট হলেন না ডি কক।
কী ঘটেছিল?
প্রথম ওভারের শেষ বলে ঘটে এই ঘটনা। হর্ষিত রানার বলে ডি কক অফ সাইডের বাইরে বিট হন। বলটা তাঁর ব্যাটের কাছ থেকেই উইকেটকিপার রহমানুল্লা গুরবাজের হাতে চলে যায়। কেকেআর-এর কোনও ক্রিকেটারই আপিল করেননি। প্রথম দেখায় খুব একটা বোঝাও যায়নি। দ্বিতীয় ওভার চলাকালীন রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছে। স্নিকো মিটারে দেখা যায়, বল ব্যাটের কানায় লেগেই গুরবাজের হাতে যায়। আপিল না করায় আম্পায়ারও আউট দেননি। প্রথম ওভারে দারুণ বল করেন হর্ষিত রানা। মাত্র ১ রান দেন তিনি। তবে মাথা চাপড়াচ্ছেন কেকেআর সমর্থকরা।
ইডেন গার্ডেন্সে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন নীতীশ রানা। শুরুতে ব্যাট করতে নেমে বেশ সমস্যায় পড়তে হয় লখনউকে। কেকেআর-এর সামনে ১৭৭ রানের টার্গেট দেয় লখনউ। লখনউয়ের ইনিংসের পরে যদিও হতাশ শোনায় কেকেআর-এর তারকা স্পিনার সুনীল নারিন। তিনি জানান, ’আমার মনে হয়, যে জায়গায় আমরা রয়েছি, সেখান থেকে ১৫ রান বেশি দিয়ে ফেলেছি।‘ যদিও এরপর তিনি বলেন, ‘শুরুটা ভালো হলে এই রান চেজ করা সম্ভব।‘ এটাই প্রার্থনা কেকেআর সমর্থকদের। রানরেটের লড়াই করে আজ টিকে থাকলেও কেকেআর-কে তাকিয়ে থাকতে হবে রবিবারের দুই ম্যাচের দিকে।
বিরাট কোহলিরা রবিবার তাঁদের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিলে অবশ্য কলকাতার আর কোনও আশাই থাকবে না। কারণ চার দলই ১৪-র বেশি পয়েন্ট পেয়ে যাবে। তাই এমনিতেই ছিটকে যেতে হবে কেকেআর-কে।