scorecardresearch
 

IPL 2023 KKR vs RCB Score Update: একাই ৯৮ যশস্বীর, ৯ উইকেটে RR-এর কাছে হেরে প্রায় বিদায় KKR-এর

জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সে তাই কিছুটা চাপে নীতীশ রানারা। প্লে অফে যেতে গেলে অন্তত ১৬ পয়েন্ট পেতে হবে কেকেআর-কে।  

Advertisement
যশস্বী জয়সওয়াল যশস্বী জয়সওয়াল

জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সে তাই কিছুটা চাপে নীতীশ রানারা। প্লে অফে যেতে গেলে অন্তত ১৬ পয়েন্ট পেতে হবে কেকেআর-কে।  

দারুণ ব্যাটিং জয়সওয়ালের

৪৭ বলে ৯৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন যশস্বী। 

আউট বাটলার

দারুণ রান আউট করলেন আন্দ্রে রাসেল। ডারেক্ট হিট করে আউট করলেন বাটলারকে। 

দারুণ শুরু রাজস্থানের

মাত্র ১৫০ রান তাড়া করতে নেমে আক্রমানত্মক শুরু করল রাজস্থান। শুরু থেকেই পেটাচ্ছেন যশস্বী। প্রথম ওভারেই এল ২৬ রান। 

এক ওভারে ২ উইকেট চাহালের

এবার আউট হলেন শার্দূলও। ৬ উইকেট হারাল কলকাতা। ১২৯ রান করেছে কেকেআর।

আউট ভেঙ্কটেশ

চাহালের বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। ৫৭ রান করে ফিরলেন তিনি।

৫০ ভেঙ্কটেশ আইয়ার

দারুণ খেলছেন ভেঙ্কটেশ আইয়ার। ৩৯ বলে ৫০ ভেঙ্কটেশের। 

আবার উইকেট হারাল কেকেআর

রাসেল আউট ১০৭ রানে ৪ উইকেট হারাল কলকাতা।

আউট গুরবাজও

৩২ রানে ২ উইকেট হারাল কলকাতা। উইকেট নিলেন সন্দীপ শর্মা।

উইকেট হারাল কেকেআর

১৪ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। ক্যাচ দিয়ে ফিরলেন জেসন রয়। দারুণ ক্যাচ হেটমায়ারের। 

প্রথম ওভারে এল ৬ রান

ট্রেন্ট বোল্ট দারুণ বল করলেন প্রথম ওভারে। মাত্র ৬ রান এল প্রথম ওভারে। উইকেট হারায়নি  কেকেআর। 

Advertisement

টসে জিতল রাজস্থান

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। 
 

কেকেআর দল

গুরবাজ (উইকেট কিপার), জেসব রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, অনুকুল রায়, এইচ রানা, ভি কার্থি

সাব- এস শর্মা, ভি অরোরা, এন জিসান, ইউ যাদব, এল ফাগুসন

 

রাজস্থান রয়্যালস দল

 

জস বাটলার, ওয়াই জয়সওয়াল, সঞ্জু স্যামসন (সি) (উইকেট কিপার), জে রুট, ডি জুরেল, এস হেটমায়ার, আর অশ্বিন, টি বোল্ট, এস শর্মা, কে আসিফ, ওয়াই চাহাল


 সাব- ডি ফ্রেইরা, ডি পিক্কাল, আর পরাগ, এম অশ্বিন, এন সাইনি

Advertisement